'দেশবাসীর সহানুভূতির সঙ্গে খেলছে কেন্দ্র', দিল্লির ইন্ডিয়া গেট থেকে 'অমর জওয়ান জ্যোতি' শিখা সরানোর তীব্র বিরোধিতায় ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এবার রায়পুরেই 'অমর জওয়ান জ্যোতি'-র মতো একটি শিখার প্রতিষ্ঠা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। আগামী ৩ ফেব্রুয়ারি রাহুল গান্ধী রায়পুরে 'অমর জওয়ান জ্যোতি' শিখার মতো তৈরি হতে যাওয়া সেই স্মারকের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানান ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী।
শনিবারই ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শহিদ সেনাদের প্রতি সম্মান জানাতে ছত্তীশগড়ের রায়পুরে একটি যুদ্ধ স্মৃতিসৌধ তৈরি করা হবে, যা 'অমর জওয়ান জ্যোতি' শিখার মতো হবে।
মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে বক্তৃতা করতে গিয়ে বাঘেল বলেন, ''কংগ্রেসের সত্য ও অহিংসার আদর্শ গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। যদিও মোদীজির আদর্শ সাভারকর এবং গডসের। এটির সঙ্গে সহিংসতা এবং ষড়যন্ত্র জড়িত। কংগ্রেস ও বিজেপি নদীর দুই পাড়।''
উল্লেখ্য, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে শহিদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানী দিল্লিতে ‘অমর জ্যোতি জওয়ান’ শিখা প্রতিষ্ঠা করা হয়। বছরের পর বছর ধরে জ্বলেছে সেই আগুনের শিখা।
গত ৫০ বছর ধরে ভারতের ইতিহাস বহন করে চলেছে এই শিখা। সম্প্রতি ইন্ডিয়া গেট থেকে ‘অমর জ্যোতি জওয়ান’ শিখা সরানো হয়েছে। জাতীয় যুদ্ধ স্মারকেও এমনই একটি শিখা জ্বলছে। ‘অমর জ্যোতি জওয়ান’ শিখাকে সেই জাতীয় যুদ্ধ স্মারকের শিখার সঙ্গে মেলানো হয়েছে।
আরও পড়ুন- ‘পেগাসাস-তথ্য গোপন কেন্দ্রের’, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি বিরোধীদের
মোদী সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব বিরোধীরা। মোদী-শাহ-রাজনাথদের তুলোধনা করে শুরু থেকেই এব্যাপারে সরব থেকেছেন রাহুল গান্ধী, শশী থারুর থেকে শুরু করে বিরোধী একাধিক দলের নেতারা। 'অমর জওয়ান জ্যোতি' ইন্ডিয়া গেট থেকে সরানো নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। রায়পুরে 'অমর জওয়ান জ্যোতি' শিখা বসানোর ঘোষণা তাঁর।
Read story in English