Advertisment

রামমন্দিরের প্রতিষ্ঠাদিবসে কেন কালো পোশাকে রাহুলরা, কারণ ফাঁস বিজেপির, অস্বীকার কংগ্রেসের

বিজেপির বক্তব্য, ইডির পদক্ষেপ, মূল্যবৃদ্ধির মত বিষয়গুলো কেবলমাত্র অজুহাত।

author-image
IE Bangla Web Desk
New Update
yogi_shah

বেকারত্ব, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শুক্রবারই কেন কালো পোশাক পরে বিক্ষোভ দেখাল কংগ্রেস? তার আসল কারণ প্রকাশ করল বিজেপি। পদ্ম দলের অভিযোগ, দু'বছর আগে এই দিনেই রাম মন্দিরের ভূমিপূজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণেই তুষ্টিকরণের রাজনীতি করা কংগ্রেস বিশেষ বার্তা দিতেই শুক্রবার কালো পোশাক পরে বিক্ষোভ দেখাল। যদিও গেরুয়া শিবিরের এই অভিযোগ, স্রেফ নজর ঘোড়ানোর চেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

Advertisment

তবে, কংগ্রেসের কোনও যুক্তিই মানতে নারাজ বিজেপি। যে রাজ্যে রামমন্দির, সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সকলেই কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন। কালো পোশাক পরে কংগ্রেস নেতাদের বিক্ষোভের সঙ্গে রামমন্দিরের ভূমিপূজনের যোগসূত্র খুঁজে পেয়েছেন।

এই ব্যাপারে অমিত শাহ বলেন, 'কংগ্রেস ৫ আগস্ট প্রতিবাদ জানানোর জন্য বেছে নিয়েছে, কারণ তারা বরাবরই তুষ্টিকরণের রাজনীতি করে। তারা আসলে তুষ্টিকরণের একটি সূক্ষ্ম বার্তা দিতে চেয়েছে। সেই জন্যই শুক্রবার কালো পোশাক পড়েছিলেন কংগ্রেস নেতৃত্ব।' শাহ বলেন, 'দেশের প্রতি কংগ্রেসের আরও দায়বদ্ধ হওয়া উচিত। আইন অনুযায়ী ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত কংগ্রেসের। আইনের প্রতি তাঁদের শ্রদ্ধাশীল হওয়া দরকার।'

আরও পড়ুন- আজ উপ রাষ্ট্রপতি নির্বাচন, ভোটে নেই তৃণমূল, দৌড়ে এগিয়ে ধনকড়

শাহ বলেন, 'বর্তমানে রামমন্দির নির্মাণের কাজ পুরোপুরি চলছে। কংগ্রেস বরাবরই মন্দির নির্মাণের বিরোধিতা করে এসেছে। এখনও করে চলেছে। ইডির পদক্ষেপ, মূল্যবৃদ্ধির মত বিষয়গুলো কেবলমাত্র অজুহাত। তাকে সামনে রেখে রামমন্দির প্রতিষ্ঠার দিনকেই প্রতিবাদ জানানোর জন্য বেছে নিয়েছে কংগ্রেস। এই কংগ্রেসই স্বাধীনতার পর থেকে বহু বছর ক্ষমতায় ছিল। কিন্তু, রামমন্দিরের বিরোধ মেটানোর জন্য তারা কিছুই করেনি। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তিপূর্ণ উপায়ে এর সমাধানের রাস্তা খুঁজে পেয়েছেন, তখন তারা ফের রামমন্দির নির্মাণের বিরোধিতা করা শুরু করেছে।'

শাহর সুরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রামমন্দির প্রতিষ্ঠার দিন কংগ্রেসের কালো পোশাক পরে আন্দোলন করা নিয়ে কটাক্ষ করেন। আদিত্যনাথ বলেন, 'কংগ্রেস নেতৃত্ব এতদিন পর্যন্ত সাধারণ পোশাক পরেই প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু, শুক্রবার রামমন্দির প্রতিষ্ঠার দিনই তারা কালো পোশাক পড়ে প্রতিবাদ জানালেন। এর পিছনে অন্য উদ্দেশ্য রয়েছে। এটা আসলে রামভক্তদেরই অপমান। কংগ্রেস কালো পোশাক পরে প্রতিবাদ জানানোর জন্য এই দিনটিকে বেছে নিয়েছে, কারণ ৫ আগস্ট অযোধ্যা দিবস। এই দিন রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের সূচনা হয়েছিল।'

কালো পোশাক পরে কংগ্রেসের প্রতিবাদের সঙ্গে বিজেপি রামমন্দির প্রতিষ্ঠার যোগ টানায় তীব্র প্রতিবাদ করেছেন কংগ্রেস নেতৃত্ব। এইআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করেছেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মূল্যবৃদ্ধি, জিএসটি, বেকারত্বের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মেরুকরণ করার চেষ্টা করছেন। বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন। এই জন্য তিনি মিথ্যে অভিযোগ করছেন। যা শুধুমাত্র একটি অসুস্থ মনই করতে পারে।'

Read full story in English

amit shah yogi adityanath Ram Temple
Advertisment