Advertisment

'বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট ফেসবুক', জুকারবার্গকে চিঠি কংগ্রেসের

ভারতে ফেসবুক লিডারশিপ টিম কীভাবে কাজ চালায়, তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে ফেসবুক সিইও কে চিঠি লিখেছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
সংঘাতে ভারতকেই দায়ী করল চিন।। ফেসবুককে পাল্টা নিশানা বিজেপির।। কাফিলকে মুক্তির নির্দেশ।। টেলিকম সংস্থাগুলির স্বস্তি

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ফেসবুকের 'বিজেপি-ভীতি' ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। 'ভারতে বিজেপির প্রতি ফেসবুক পক্ষপাতদুষ্ট আচরণ করছে', দ্য় ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সামনে আসার পর এ অভিযোগ জানিয়ে এবার ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে চিঠি লিখল কংগ্রেস।

Advertisment

ভারতে ফেসবুক লিডারশিপ টিম কীভাবে কাজ চালায়, তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে ফেসবুক সিইও-কে চিঠি লিখেছে কংগ্রেস। জুকারবার্গকে চিঠি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

চিঠিতে কংগ্রেসের তরফে বলা হয়েছে, 'এটা স্পষ্ট যে ভারতে ফেসবুক একটা রাজনৈতিক দলের (বিজেপি) হয়ে কাজ করছে এবং বিজেপি নেতাদের বিদ্বেষমূলক কাজে সহযোগিতা করছে। ভারতের নির্বাচনী গণতন্ত্রে হস্তক্ষেপ করার মতো গুরুতর অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে...''।

আরও পড়ুন: পিএম কেয়ার-এর অর্থ এনডিআরএফ তহবিলে জমার প্রয়োজন নেই: সুপ্রিম নির্দেশ

উল্লেখ্য়, দ্য় ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে দাবি করা হয়েছে, বাণিজ্য়িক কারণে ভারতে ফেসবুকের পাবলিক পলিসি এগজিকিউটিভ বিজেপি নেতাদের বিরুদ্ধে 'হেট স্পিচ রুলস' লাগু করেননি। আমেরিকার ওই সংবাদসংস্থার প্রতিবেদনে এও দাবি করা হয়েছে, ভারতে ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাস বিজেপি নেতাদের বিদ্বেষমূলক পোস্টের বিরুদ্ধে ব্য়বস্থা নিতে কর্মীদের বারণ করেছেন। কারণ, ব্য়বস্থা নিলে এ দেশে ব্য়বসায় ধাক্কা খেতে পারে সংস্থা।

এদিকে, ভারতে ফেসবুকের পলিশি প্রধান আঁখি দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। সাম্প্রদায়িক হিংসায় উস্কানি ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আঁখির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ছত্তীসগড়ের এক সাংবাদিক।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment