মাকে প্রার্থী করেও তৃণমূলের শেষরক্ষা হল না। ভোটে জয়ী নির্দল প্রার্থী ছেলে। পুরভোটের শুরু থেকেই ব্যতিক্রমী ওয়ার্ডের তকমা পেয়েছিল কোচবিহারের ২ নম্বর ওয়ার্ড। কারণ এই ওয়ার্ডে জোড়া-ফুলের টিকিট না পেয়ে মায়ের বিরুদ্ধেই নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ছেলে। লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। অবশেষে জয় পেলেন ছেলে উজ্জ্বল তর।
কোচবিহারের ২ নম্বর ওয়ার্ডে কে জিতবে? ছেলে, নাতি মা? তা নিয়ে শুরু থেকেই কৌতুহল ছিল। বুধবার শুরু থেকেই চোখ ছিল গণনাকেন্দ্রের দিকে। গণনা শুরুর মাত্র আধ ঘন্টার মধ্যেই সেই কৌতুহলের নিরসণ ঘটলো। হাসতে হাসতে গণনাকেন্দ্র থেকে বেরোলেন নির্দল প্রার্থী ছেলে উজ্জ্বল তর। নিজের মা তথা তৃণমূলের মিনা তরকে ৬১১ ভোটে হারিয়েছেন উজ্জ্বল।
আরও পড়ুন- LIVE: একের পর এর পুরসভা তৃণমূলের দখলে
জয় হাসিলের পর উচ্ছ্বসিত কোচবিবারের ২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী উজ্জ্বল তর। বললেন, 'এই লড়াই মা, ছেলের ছিল না। লড়াই ছিল রাজনৈতিক। আমাকে কথা দিয়ে তৃণমূলের একাংশের নেতার প্রতিশ্রুতি রাখেননি। আজ ভোটাররা তাঁদের জবাব দিয়ে দিল। এত চাপের মধ্যেও আমাকে জিতিয়েছে। আসলে ২ নম্বর ওয়ার্ডের মানুষ উজ্জ্বলকে চেয়েছেন।'
এবার পুরভোটের তৃণমূলে টিকিট দ্বন্দ্ব চরমে উঠেছিল। প্রার্থী না হতে পারায় অনেকেই নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এঁদের সাসপেন্ডও করেছে শাসক দল। যদিও রাজনৈতি মহলের মতে, নির্দল কাঁটায় বিভিন্ন পুরসভার বহু আসনেই শক্ত লড়াইয়ের সামনে পড়তে হচ্ছে জোড়া-ফুল শিবিরকে। একাধিক পুরসভার বহু ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা পরাজয়ের মুখ দেখবেন নির্দলদের লড়াইয়ে। সেই ভবিষ্যদ্বাণীর যেন প্রমাণ কোচবিহারের ২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী উজ্জ্বল তর।