Advertisment

তামিলনাড়ুর বিজেপি সভানেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আদালতের

বৃহস্পতিবার সোফিয়ার বাবা এ এ স্বামী বিজেপি সভানেত্রীর বিরুদ্ধে তুতুকোড়ি জেলা আদালতে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল তামিলসাই সোন্দর্যরাজন তাঁর মেয়েকে গালাগালি দিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছাত্রী হেনস্থার অভিযোগে তামিলনাড়ু বিজেপি সভানেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ

তামিলনাড়ু বিজেপি-র রাজ্য সভাপতি তামিলসাই সৌন্দর্যরাজনের বিরুদ্ধে পুলিশকে এফআইআর করার নির্দেশ দিল আদালত। ২৮ বছরের গবেষক ছাত্রী লুই সোফিয়াকে হেনস্থা করার দায়ে তামিলসাইয়ের দলীয় ক্যাডারদের বিরুদ্ধেও এফআইআর করার নির্দেশ দিয়েছে আদালত। গত ৩ সেপ্টেম্বর তুতিকোরিন বিমানবন্দরে বিজেপি-র বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগে সোফিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তামিলসাই সৌন্দর্যরাজন। সে অভিযোগের ভিত্তিতে সোফিয়াকে গ্রেফতার করা হয়

Advertisment

তামিলনাড়ু সিটি পুলিশ আইনের ৭৫ নং ধারায় সোফিয়াকে গ্রেফতার করা হয় এবং তাঁকে ১৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। একদিন পরেই অবশ্য তাঁকে বিনা শর্তে জামিন দেওয়া হয়।

আরও পড়ুন, বেঙ্গালুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দফতরে ইডি-র তল্লাশি

বৃহস্পতিবার সোফিয়ার বাবা এ এ স্বামী বিজেপি সভানেত্রীর বিরুদ্ধে তুতুকোড়ি জেলা আদালতে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল তামিলসাই সোন্দর্যরাজন তাঁর মেয়েকে গালাগালি দিয়েছিলেন। পুলিশ এ নিয়ে অভিযোগ নিতে অস্বীকার করায় আদালতের দ্বারস্থ হন সোফিয়ার বাবা।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে এএ স্বামী জানিয়েছেন, ‘‘আমি ও আমার স্ত্রী মাধুরী মেয়েকে নিতে চেন্নাই গিয়েছিলাম, সেখান থেকে আমরা বিমানে করে ফিরছিলাম। তুতিকোরিন বিমানবন্দরে প্লেন নামার পরে সোফিয়া বিজেপি নেত্রীকে দেখতে পায় এবং বলে ‘ফ্যাসিস্ট বিজেপি সরকার নিপাত যাক’। এর বেশি একটি কথাও আমার মেয়ে বলেনি। কিন্তু আমরা যখন টার্মিনালে পৌঁছই তখন তামিলসাই ও আরও জনাদশেক লোক, যাঁরা ওঁকে নিতে এয়ারপোর্টে এসেছিল, তারা আমাদের ঘিরে ধরে এবং আমার মেয়েকে অশ্লীল ভাষায় টিটকিরি দিতে থাকে।  ওরা খুনের হুমকিও দেয়। শেষ পর্যন্ত এয়ারপোর্ট পুলিশ এসে আমাদের উদ্ধার করে একটি ঘরে নিয়ে যায়।’’

দলীয় কর্মীদের বিরুদ্ধে ওঠা সোফিয়াকে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে সৌন্দর্যরাজন জানান  ‘‘কথা কাটাকাটির সময়ে তারাও মেয়েটিকে প্রশ্ন করে। আমার সরকারের নিন্দা করায় আমি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। একটা সময়ে মেয়েটা বলে, আমার বিরুদ্ধে নয়, তার শ্লোগান বিজেপি সরকারের বিরুদ্ধে। কিন্তু বিমানে কি ও শুধু আমাকেই টার্গেট করছিল না? আমি ওর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ি শেষপর্যন্ত পুলিশ এসে আমাকে শান্ত করে। আমি ওদের বলে দিয়েছি, আমার সরকারের বিরুদ্ধে এভাবে প্রশ্ন তুললে আমি এড়িয়ে যেতে করতে পারব না।’’

tamil nadu bjp
Advertisment