scorecardresearch

বিজেপিতে কুস্তিগীর ববিতা ও তাঁর বাবা মহাবীর ফোগত

সংবাদসংস্থা পিটিআইকে ববিতার বাবা বলেন, ‘‘নরেন্দ্র মোদী সরকারের পলিসি ও বিভিন্ন কর্মসূচিতে আমরা মুগ্ধ হয়েছি’’।

Babita Phogat, ববিতা ফোগত
বিজেপিতে যোগ দিলেন কুস্তিগীর ববিতা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজেপিতে যোগ দিলেন কুস্তিগীর ববিতা ফোগত ও তাঁর বাবা মহাবীর ফোগত। কমনওয়েলথ গেমসে সোনা জয়ী কুস্তিগীর ববিতা ও তাঁর বাবার জীবন নিয়েই তৈরি হয়েছিল বলিউডের বিখ্যাত ছবি ‘দঙ্গল’। ববিতার বাবার চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন আমির খান। জননায়ক জনতা পার্টির স্পোর্টস সেলের প্রধান ছিলেন মহাবীর। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ২ মাস আগে মহাবীর ও কন্যা ববিতার বিজেপিতে যোগদান তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

আরও পড়ুন: ‘সরকারি কাজে নাক গলাচ্ছেন প্রশান্ত কিশোর’, অভিযোগ বিজেপির

২০১৪ সালে গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন ববিতা। এরপর ২০১৮ সালে গোল্ডকোস্ট অস্ট্রেলিয়ায় রুপো পেয়েছিলেন তিনি। অন্যদিকে, দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন ববিতার বাবা মহাবীর ফোগত। গেরুয়া বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে সংবাদসংস্থা পিটিআইকে ববিতার বাবা বলেন, ‘‘নরেন্দ্র মোদী সরকারের পলিসি ও বিভিন্ন কর্মসূচিতে আমরা মুগ্ধ হয়েছি’’। একইসঙ্গে সম্প্রতি ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে সরকারের পাশে দাঁড়িয়ে মহাবীর ফোগত বলেন, ‘‘৩৭০ ধারা বাতিল-সহ দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে, তাতে অসংখ্য দেশবাসীর মতো আমিও সন্তুষ্ট’’।

আরও পড়ুন: কাশ্মীরের ফরসা মেয়েদের বিয়ে করার সুযোগে উত্তেজিত বিজেপি বিধায়ক

অন্যদিকে, কাশ্মীর ইস্যুতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের মন্তব্য প্রসঙ্গে ববিতা টুইট করে বলেন, ‘‘মহিলাদের নিয়ে বিরূপ কোনও মন্তব্য করতে চাননি মনোহরলালজি। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, ওঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না’’।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Dangal girl babita phogat father mahavir singh phogat join bjp