Advertisment

Vinod Tawde: ভোটের কয়েক ঘন্টা আগে নগদ বিলির অভিযোগ, বিজেপি নেতার হোটেল থেকে উদ্ধার টাকার পাহাড়

Vinod Tawde: মহারাষ্ট্রে ভোটের কয়েক ঘন্টা আগে বিজেপি নেতার বিরুদ্ধে 'ক্যাশ' বিলির অভিযোগ। বিনোদ তাওড়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
bjp maharastra election .jpg

মহারাষ্ট্রে ভোটের কয়েক ঘন্টা আগে বিজেপি নেতার বিরুদ্ধে 'ক্যাশ' বিলির অভিযোগ।

Maharashtra Election:মহারাষ্ট্রে ভোটের কয়েক ঘন্টা আগে বিজেপি নেতার বিরুদ্ধে 'ক্যাশ' বিলির অভিযোগ। বিনোদ তাওড়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। নগদ বিলির অভিযোগ উঠেছে এই বিজেপি নেতার বিরুদ্ধে । বহুজন বিকাশ আঘাড়ি নেতারা তাঁর বিরুদ্ধে নগদ ৫ কোটি টাকা বিলির অভিযোগ করেছেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তাওড়ে। পাশাপাশি তিনি এও বলেছেন যে তিনি তদন্তের জন্য প্রস্তুত। 

Advertisment

মহারাষ্ট্রে ভোটের ঠিক একদিন আগে ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের বিরুদ্ধে ভোটারদের নগদ বিলি করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতি। ভোটারদের নগদ বিলির অভিযোগ আনা হয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে। তাওড়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে বহুজন বিকাশ আঘাড়ি। বহুজন বিকাশ আঘাড়ির কর্মী সমর্থকরা এই ঘটনাকে কেন্দ্র করে স্লোগান তোলেন। বিক্ষোভ প্রদর্শন করেন। তাওড়ের বিরুদ্ধে নগদ ৫ কোটি টাকা বিতরণের অভিযোগ আনা হয়েছে। প্রবল হট্টগোলের মধ্যে পুলিশ কর্মকর্তারাও হোটেলে পৌঁছে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন। জানা গিয়েছে তাওড়ে যে হোটেলে ছিলেন তার ৪০৬ নম্বর রুম থেকে উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকা নগদ।  

ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে রাহুলের আবেগঘন বার্তা

‘নির্বাচন কমিশন চাইলে তদন্ত করতে পারে’
বিজেপি নেতা তাওড়ে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, 'আমি টাকা বিতরণ করছিলাম না। আমি আদর্শ আচরণবিধির নিয়ম ব্যাখ্যা করতে গিয়েছিলাম। নির্বাচন কমিশন চাইলে তদন্ত করতে পারে। পুলিশ চাইলে সিসিটিভি ফুটেজ চেক করতে পারে।

শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরেও এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এই দুর্নীতিবাজ ও রাজ্যে সন্ত্রাস ছড়ানো সরকারকে রাজ্য থেকে উৎখাত করা হোক। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এনসিপি (শারদ পাওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলে বিজেপিকে নিশানা করেছেন। শিবসেনা (ইউবিটি) নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন যে উদ্ধব ঠাকরের ব্যাগ বেশ কয়েকবার চেক করা হয়েছে। কিন্তু "যাদের কাছে আসলে নগদ ছিল তাদেরকে কোন তল্লাশি করা হয়নি।"

Maharastra bjp
Advertisment