Indira Gandhi Birth Anniversary: 'তিনি ছিলেন সাহস এবং ভালবাসার আদর্শ উদাহরণ'…! ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে আবেগঘন পোস্ট রাহুলের। দেশ জুড়ে পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মবার্ষিকী। দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী থেকে প্রধানমন্ত্রী মোদী।
কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর একটি পুরানো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আজকের এই বিশেষ দিনে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন। সেই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপির বিরুদ্ধে 'অ্যাকশনে' কমিশন, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ
রাহুল গান্ধী তার পোস্টে লিখেছেন 'ইন্দিরা গান্ধী ছিলেন সাহস ও ভালোবাসার আদর্শ উদাহরণ'। এর আগে, কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী মঙ্গলবার (19 নভেম্বর) শক্তি স্থলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে রাহুল লিখেছেন, 'তিনি হলেন সাহস এবং ভালোবাসার উদাহরণ'! পাশাপাশি রাহুল আরও লিখেছেন, তাঁর কাছ থেকেই শিখেছি, নির্ভয়ে জাতীয় স্বার্থের পথে চলাই আসল শক্তি। তার স্মৃতিই আমার শক্তি, যা আমাকে সবসময় পথ দেখায়'।
दादी हिम्मत और मोहब्बत दोनों की मिसाल थीं। उन्हीं से मैंने सीखा है कि निडर होकर देशहित के रास्ते पर चलते रहना असली ताकत है। उनकी यादें मेरी शक्ति हैं, जो हमेशा मुझे राह दिखाती हैं। pic.twitter.com/TfVSaoAcNi
— Rahul Gandhi (@RahulGandhi) November 19, 2024
কংগ্রেস সভাপতি মালিকার্জুন খাড়গেও নয়াদিল্লির শক্তি স্থলে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। খড়গে তার পোস্টে লিখেছেন যে বহু মানুষ 'ভারতের আয়রন লেডি' থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, যিনি ছিলেন আজীবন সংগ্রাম, সাহস এবং গতিশীল নেতৃত্বের প্রতীক। খড়গে বলেন, "কোটি কোটি ভারতীয় 'ভারতের আয়রন লেডি' ইন্দিরা গান্ধীর জীবন থেকে আগামীদিনেও অনুপ্রাণিত হবেন, কারণ তিনি ছিলেন আজীবন সংগ্রাম, সাহস এবং গতিশীল নেতৃত্বের মূর্ত প্রতীক, যিনি নিঃস্বার্থভাবে জাতি গঠনে অবদান রেখেছিলেন। দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।"
কবে ফিরবে মধ্যবিত্তের সুদিন? সাফ জবাব অর্থমন্ত্রীর
“We have believed - and we do believe now - that freedom is indivisible, that peace is indivisible, that economic prosperity is indivisible.”
— Mallikarjun Kharge (@kharge) November 19, 2024
~ Indira Gandhi
Crores of Indians shall continue to draw inspiration from the life of ‘Iron Lady of India’, Smt. Indira Gandhi for she… pic.twitter.com/VBcfTPcEwW
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মবার্ষিকীতে, প্রধানমন্ত্রী মোদী এক্স-এ এক পোস্টে লিখেছেন, "আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।"
Tributes to our former Prime Minister, Smt. Indira Gandhi Ji on her birth anniversary.
— Narendra Modi (@narendramodi) November 19, 2024