Advertisment

Indira Gandhi Birth Anniversary: 'তিনি ছিলেন সাহস ও ভালবাসার আদর্শ উদাহরণ'! ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে রাহুলের আবেগঘন বার্তা

Indira Gandhi Birth Anniversary: দেশ জুড়ে পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মবার্ষিকী। দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী থেকে প্রধানমন্ত্রী মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
modi rahul indira birth anniversery

ঠাকুমা ইন্দিরার জন্মবার্ষিকীতে নাতি রাহুল আবেগঘন বার্তা, প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা মোদীর

Indira Gandhi Birth Anniversary: 'তিনি ছিলেন সাহস এবং ভালবাসার আদর্শ উদাহরণ'…! ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে আবেগঘন পোস্ট রাহুলের।  দেশ জুড়ে পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মবার্ষিকী। দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী থেকে প্রধানমন্ত্রী মোদী।

Advertisment

কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর একটি পুরানো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আজকের এই বিশেষ দিনে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন। সেই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপির বিরুদ্ধে 'অ্যাকশনে' কমিশন, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ

রাহুল গান্ধী তার পোস্টে লিখেছেন 'ইন্দিরা গান্ধী ছিলেন সাহস ও ভালোবাসার আদর্শ উদাহরণ'। এর আগে, কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী মঙ্গলবার (19 নভেম্বর) শক্তি স্থলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে রাহুল লিখেছেন, 'তিনি  হলেন সাহস এবং ভালোবাসার উদাহরণ'! পাশাপাশি রাহুল আরও লিখেছেন, তাঁর কাছ থেকেই শিখেছি, নির্ভয়ে জাতীয় স্বার্থের পথে চলাই আসল শক্তি। তার স্মৃতিই আমার শক্তি, যা আমাকে সবসময় পথ দেখায়'।

 কংগ্রেস সভাপতি মালিকার্জুন খাড়গেও নয়াদিল্লির শক্তি স্থলে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। খড়গে তার পোস্টে লিখেছেন যে বহু মানুষ 'ভারতের আয়রন লেডি' থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, যিনি ছিলেন  আজীবন সংগ্রাম, সাহস এবং গতিশীল নেতৃত্বের প্রতীক। খড়গে বলেন, "কোটি কোটি ভারতীয় 'ভারতের আয়রন লেডি' ইন্দিরা গান্ধীর জীবন থেকে আগামীদিনেও অনুপ্রাণিত হবেন, কারণ তিনি ছিলেন আজীবন সংগ্রাম, সাহস এবং গতিশীল নেতৃত্বের মূর্ত প্রতীক, যিনি নিঃস্বার্থভাবে জাতি গঠনে অবদান রেখেছিলেন। দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।"

কবে ফিরবে মধ্যবিত্তের সুদিন? সাফ জবাব অর্থমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। ইন্দিরা গান্ধীর ১০৭  তম জন্মবার্ষিকীতে, প্রধানমন্ত্রী মোদী এক্স-এ এক পোস্টে লিখেছেন, "আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।"

indira-gandhi modi rahul gandhi
Advertisment