Arvind Kejriwal Documentary:ঝামেলা যেন কিছুতেই পুছু ছাড়ছে না! অরবিন্দ কেজরিওয়ালের উপর নির্মিত তথ্যচিত্রের প্রদর্শন এবার বন্ধ। কারণ জানাল দিল্লি পুলিশ। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের নাম 'আনব্রেকএবেল'। AAP প্রধানের জেলবন্দী সময় ঘটে যাওয়া ঘটনাগুলির উপর ভিত্তি করে তৈরি এই তথ্য চিত্র।
দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে চলমান উত্তেজনার মধ্যে, শনিবার (১৮ জানুয়ারি, ২০২৫) প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উপর নির্মিত তথ্যচিত্র 'UNBREAKABALE'-এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন দুপুর ১২টায় তথ্যচিত্রটির প্রদর্শনী হওয়ার কথা ছিল। আম আদমি পার্টি সূত্রে জানা গেছে, দিল্লি পুলিশ তথ্যচিত্রটির প্রদর্শন বন্ধ করে দিয়েছে। আপ নেতাদের অভিযোগ, ভারতীয় জনতা পার্টির নির্দেশে দিল্লি পুলিশ তথ্যচিত্রটির প্রদর্শন নিষিদ্ধ করেছে।
'থিয়েটার মালিকদের হুমকি দেওয়ার অভিযোগ'
AAP সূত্রের খবর, তথ্যচিত্রটি প্রকাশ না করার জন্য দিল্লির থিয়েটার মালিকদের পুলিশ হুমকি দিয়েছে। এছাড়াও, তাদের স্ক্রিনিং না করতে বলা হয়েছে। পাশাপাশি আপের তরফে বলা হয়েছে 'বিজেপি সাধারণ মানুষের কণ্ঠস্বর দমন করতে পারবে না'
সূত্রের খবর, আম আদমি পার্টির নেতারা অনড়ভাবে বলছেন যে তারা তথ্যচিত্রটি জনসাধারণের কাছে প্রদর্শন করবে। বিজেপির দিল্লির মানুষের কণ্ঠস্বর দমন করতে পারবে না। এই তথ্যচিত্রের নাম 'UNBREAKABALE'। এটি অরবিন্দ কেজরিওয়ালের জেলবন্দী সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলির উপর ভিত্তি করে তৈরি।
অরবিন্দ কেজরিওয়ালকে কেন্দ্র করে এই তথ্যচিত্রটি এমন এক সময়ে প্রদর্শিত হচ্ছিল যখন দিল্লিতে নির্বাচন নিয়ে রাজনীতি তুঙ্গে। রাজনৈতিক দলের নেতারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। আম আদমি পার্টিও চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরে আসার জন্য পূর্ণ শক্তি নিয়ে প্রচার চালাচ্ছে। ২০২০ সালের মতো এবারও মূল প্রতিদ্বন্ধী আপ এবং বিজেপি।