Advertisment

RG Kar Doctor Murder Case Highlights: দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমেই সাজা ঘোষণা

RG Kar Doctor Rape and Murder Case Verdict highlights: অবশেষে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিন্ম শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। বিএনএসের ৬৪,৬৬,১০৩/১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
sanjay ray

আরজি কর তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় Photograph: (ফাইল ছবি)

Kolkata Court RG Kar Doctor Rape and Murder Case Verdict Highlights: আরজি কর তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। বিরাট রায় শোনাল শিয়ালদা কোর্টের বিচারক অনির্বান দাস। আগামী সোমবারই সঞ্জয়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালতের বিচারক। বিএনএসের ৬৪,৬৬,১০৩/১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে। 

Advertisment

কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও শিহরণ জাগানো খুনের ঘটনার পর ৫ মাস ৯ দিনের মাথায় রায় ঘোষণা করল শিয়ালদা আদালত। নিহত তরুণী চিকিৎসকের সুবিচারের আশায় গর্জে উঠেছে রাজপথ। দেশ থেকে বিদেশ সর্বত্র আছড়ে পড়েছিল প্রতিবাদের ঢেউ। অবশেষে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। বিএনএসের তিনটি ধারায় তাকে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত। 

দুপুর আড়াইটেয় হয় রায়দান 

আরজি কর খুন ও ধর্ষণ মামলায় আজ শনিবার রায় ঘোষণা করল শিয়ালদা আদালত। দোষী সাব্যস্ত করা হল সঞ্জয় রায়কে। আদালতের এই রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। তবে এখনো যে মেয়ের মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর অধরা রয়ে গিয়েছে তা রায় ঘোষণার আগেই সাফ জানিয়েছেন মৃতার বাবা-মা। অবশেষে শনিবার ১২ মিনিটেই সিবিআই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালতের বিচারক। 

Advertisment

২০২৪ সালের ৯ অগাস্ট আরজি করে নারকীয় হত্যাকাণ্ড! কী কারণে খুন? খুনের ঘটনায় কে-বা কারা জড়িত এই সব হাজারো প্রশ্নের ভিড়ে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। নির্যাতিতার সুবিচারের দাবিতে দেশ জুড়ে বেনজির প্রতিবাদ। তদন্ত যায় সিবিআইয়ের হাতে। প্রথমে কলকাতা হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট, সামনে আসে স্বাস্থ্য পরিষেবার বাআব্রু পরিস্থিতি। এর মধ্যে চিকিৎসক খুন - ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। সিবিআইয়ের চার্জশিটের উপর ভিত্তি করেই এদিন তাকে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত। 

গত ১১ নভেম্বর শুরু হয় বিচার প্রক্রিয়া। তার পর কেটে গিয়েছে দু'মাস। অবশেষে আজ শনিবার ঐতিহাসিক রায় ঘোষণা করলেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বান দাস। দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায়। সাজা ঘোষণা আগামী সোমবার। যদিও এদিনও কাঠগড়ায় দাঁড়িয়ে সঞ্জয় রায় বলেন, 'আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে'। আরও কিছু বলার চেষ্টা করলে বিচারক দাস বলেন, " আপনার সব বক্তব্য সোমবার শোনা হবে"।  

  • Jan 18, 2025 16:08 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: আরজি করের ঘটনায় সকল দোষীদের গ্রেপ্তারের দাবি জুনিয়র ডাক্তারদের

    আরজি করের ঘটনায় সকল দোষীদের গ্রেপ্তারের দাবি জুনিয়র ডাক্তারদের। 

    আরজি কর কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, আরজি কর ধর্ষণ-হত্যা মামলায় শিয়ালদহ আদালতের রায় সম্পর্কে মন্তব্য করে বলেছেন, "আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে অভিযুক্ত সঞ্জয় এক সিভিক ভলেন্টিয়ার। সে কীভাবে মেডিকেল কলেজে প্রবেশ করে এত জঘন্য অপরাধ করতে পারল? সিবিআই চার্জশিটে যেমন উল্লেখ করা হয়েছে, প্রমাণ লোপাটের এবং কাকে আড়াল করতে সেই প্রমাণ লোপাট করা হয়েছিল?  সঞ্জয় রায়কে রক্ষা করার জন্য? আমরা এটা বিশ্বাস করতে পারছি না ? আমরা এখনও বিশ্বাস করি যে এই মামলায় আরও অপরাধী জড়িত এবং তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে। তাই, তাদের সকলকে গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় হোক। ততক্ষণ আমাদের লড়াই অব্যাহত থাকবে কারণ  এখনও ন্যায়বিচার মেলেনি।  সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা এই মামলায় কেবল প্রথম পদক্ষেপ।"



  • Jan 18, 2025 16:04 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: দোষী সাব্যস্ত অভিযুক্ত সঞ্জয়ের ভয়ঙ্কর দাবি

    'যদি আমি অপরাধ করতাম, তাহলে আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত।', দোষী সাব্যস্ত অভিযুক্ত সঞ্জয় রায় আদালতে দাঁড়িয়ে আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তিনি বিচারকের সামনে বলেন, "আমি সবসময় আমার গলায় রুদ্রাক্ষের মালা পরে থাকি। যদি আমি অপরাধ করতাম, তাহলে ঘটনাস্থলেই এই মালা ছিঁড়ে যেত আমি নির্দোষ। আমাকে ফাঁসানো "। 



  • Jan 18, 2025 16:00 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: রায় ঘোষণার পর আদালত থেকে বের করা হচ্ছে অভিযুক্ত সঞ্জয়কে

    ধর্ষণ-হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর শিয়ালদা আদালত থেকে বেরিয়ে আসছেন অভিযুক্ত সঞ্জয় রায়, দেখুন সেই মুহূর্ত



  • Jan 18, 2025 15:56 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: 'যতক্ষণ ন্যায় বিচার না পাচ্ছি আদালতের দরজার কড়া নাড়ব'


    "শুধু একা সঞ্নজয় নয়, ডিএনএ রিপোর্টে আরও অনেকের উপস্থিতির প্রমাণ মিলেছে। যতক্ষণ না আমরা ন্যায়বিচার পাব, ততক্ষণ আমরা আদালতের দরজায় কড়া নাড়ব, বিচারের দাবিও জানাব।" দেশের জনগণের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। রায় ঘোষণার পর এমনই মন্তব্য বিহত তরুণী চিকিৎসকের বাবার। তিনি আরও বলেন, "সিবিআই এই বিষয়ে কিছুই করেনি। এখানে সন্তুষ্টির কোনও প্রশ্নই ওঠে না। আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সামনে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছি। আমরা আদালতের কাছেই উত্তর চেয়েছি। আমরা সিবিআইয়ের কাছ থেকে উত্তর চাইনি, কিন্তু আদালত সমস্ত দায়িত্ব সিবিআই-এর উপর অর্পণ করেছে,”। 



  • Jan 18, 2025 15:08 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: রায় ঘোষণার পর কী বললেন সুকান্ত মজুমদার?

    "আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে, কিন্তু রাজ্যের সাধারণ মানুষ বিশ্বাস করে যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। কলকাতা পুলিশ পাঁচ দিন ধরে মামলাটির তদন্ত করেছিল।  ওই পাঁচ দিনে পুলিশ, প্রমাণ লোপাট করা হয়েছে... আমরা চাই যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক... আরজি করের ঘটনা পরিষ্কার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো নয়..." 



  • Jan 18, 2025 14:32 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: দোষী সাব্যস্ত সঞ্জয়! সাজা ঘোষণা সোমবার

    আরজি কর তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, বিরাট ঘোষণা শিয়ালদা কোর্টের বিচারপতির। আগামী সোমবারই সঞ্জয়ের বিরুদ্ধে  সাজা ঘোষণা করবে শিয়ালদা কোর্ট । আদালতে দাঁড়িয়ে ফের নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। যদিও সঞ্জয়ের সেই দাবি উপেক্ষা করে সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করল শিয়ালদা কোর্টের বিচারপতি অনির্বান দাস। 



  • Jan 18, 2025 14:26 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, আরজি কর কাণ্ডে শিয়ালদা কোর্টের বিরাট ঘোষণা

    দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, আরজি কর কাণ্ডে শিয়ালদা কোর্টের বিরাট ঘোষণা  



  • Jan 18, 2025 14:14 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: 'গোটা দেশ রায়ের অপেক্ষায়'

    আইএমএর অ্যাকশন কমিটির চেয়ারম্যান বিনয় আগরওয়াল বলেন, “শুধু আমরা নই, সমগ্র দেশ অধীর আগ্রহে রায়ের জন্য অপেক্ষা করছে। অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত'। 



  • Jan 18, 2025 13:43 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: শিয়ালদা কোর্টের বাইরে বাড়ছে ভিড়

    শিয়ালদা আদালতের বাইরে অনুমতি না মেলার পরও একে একে বিভিন্ন চিকিৎসক ও নার্স সংগঠনের প্রতিনিধিরা তরফে শিয়ালদা কোর্টের বাইরে জড়ো হচ্ছেন। 



  • Jan 18, 2025 13:22 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: লোকাল ট্রেনে শিয়ালদা কোর্টে রওনা নির্যাতিতার বাবা-মা'র

    শিয়ালদা কোর্টে হাজির সঞ্জয় রায়! গোটা দেশের নজরে আরজি কর কান্ডের রায়ে। 
    মেয়ের ধর্ষণ-খুনের ঘটনায় আজ রায় দেবে শিয়ালদা আদালত। রায় শুনতে ইতিমধ্যে রওনা দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তবে গাড়ি বা অন্য কোন মাধ্যমে নয়। লোকাল ট্রেনে চেপেই শিয়ালদা আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। 



  • Jan 18, 2025 13:14 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: শিয়ালদা আদালতে আনা হল সঞ্জয় রায়কে

    দুপুর ১২টা ৫৯ মিনিট! শিয়ালদা আদালতে হাজির করানো হল আরজি করে ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায়কে। এদিন মোট তিনটি গাড়ি প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে মাত্র ১৫ মিনিটের মাথায় শিয়ালদা আদালতে প্রবেশ করে। দ্বিতীয় গাড়িতে ছিলেন মূল অভিযুক্ত। আপাতত কোর্ট লক আপে রাখা হয়েছে ধৃত সঞ্জয় রায়কে। কোন ভাবেই যাতে সঞ্জয় রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না পারে তার ব্যবস্থা করে পুলিশ। আদালত চত্ত্বরে মোয়াতেন রয়েছেন প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী। শিয়ালদা কোর্ট চত্ত্বরে বিক্ষোভ প্রদর্শন বাংলা পক্ষের!  সঞ্জয়ের ফাঁসির দাবিতে উঠল আওয়াজ 



  • Jan 18, 2025 12:51 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: 'দোষী সকলকে বিচারের আওতায় এনে শাস্তি দেবে আদালত'

    প্রাক্তন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা বলেছেন ‘ এই ঘটনায় কেবল একজন ব্যক্তি জড়িত এমন ভাবার কোন মানেই হয় না ’। আজ আরজি কর ধর্ষণ-হত্যা মামলার  রায়ের আগে, প্রাক্তন জাতীয় মহিলা কমিশনার রেখা শর্মা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "...আমি মনে করি না যে এই মামলায় কেবল একজন ব্যক্তি জড়িত ছিলেন। যারা এই মামলায় জড়িত,আদালত সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তাদের কঠোরতম শাস্তি প্রদান করবে..."। 



  • Jan 18, 2025 12:12 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: শিয়ালদা স্টেশন ও আদালত চত্ত্বরে জারি ১৬৩ ধারা

    অভয়া মঞ্চের পক্ষ থেকে আদালত চত্ত্বরে উপস্থিত থাকার কথা ছিল প্রতিনিধিদের। দুপুর ১টায় চিকিৎসক ও নার্সদের সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেওয়া হলেও তাতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পাশাপাশি দুপুর ২টোয় সিনিয়ির ও জুনিয়র ডাক্তার সংগঠন ও অভয়া মঞ্চের তরফে বিক্ষোভ প্রদর্শনের জন্য ইমেল করা হলেও মেলেনি অনুমতি। শিয়ালদা স্টেশন ও আদালত চত্ত্বরে জারি ১৬৩ ধারা। সেই কারণেই জমায়েতে অনুমতি দিল না পুলিশ। এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। 



  • Jan 18, 2025 11:21 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: আদালতের রায়ের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের দৃশ্য

    আদালতের রায়ের আগে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল 



  • Jan 18, 2025 11:20 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: আরজি কর নিয়ে ন্যায়বিচারের আশা সুকান্তর

    কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, "সবাই আশাবাদী যে আদালত এই ন্যায়বিচার নিশ্চিত করবে এবং সঠিক রায় দান করবে। কলকাতা পুলিশ মামলায় চূড়ান্ত ব্যর্থ। এখন আমরা আশা করি মামলায় ন্যায়বিচারের মধ্য দিয়েই আমরা সুবিচার পাবো। অভিযুক্তের কঠোর শাস্তি হবে।"



  • Jan 18, 2025 11:16 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: আরজি কর মামলার রায় দানের আগে সিবিআইয়ের ভূমিকা নিয়েই প্রশ্ন

    আরজি কর মামলার রায় দানের আগে সিবিআইয়ের ভূমিকা নিয়েই প্রশ্ন। প্রশ্ন তুললেন খোদ নির্যাতিতার বাবা। 

     



  • Jan 18, 2025 10:59 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: নিরাপত্তার চাদরে মুড়ল শিয়ালদা কোর্ট

    শনিবার দুপুরে আরজি কর কাণ্ডের রায়দান। তার আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল  আদালত চত্বর।  গার্ডরেলে মুড়িয়ে ফেলা হয়েছে আদালত চত্বর। ২০০ কনস্টেবল, ৩ জন ডিসি পদমর্যাদার আধিকারিক মোতায়েন করা হয়েছে। সঞ্জয়কে যে পথে প্রেসিডেন্সি জেল থেকে আদালতে আনা হবে, ওই রাস্তায় নিরাপত্তাতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। 



  • Jan 18, 2025 10:54 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: 'তদন্ত অর্ধেক সম্পন্ন হয়েছে', বিস্ফোরক দাবি

    'তদন্ত অর্ধেক সম্পন্ন হয়েছে', দাবি নির্যাতিতার মার। নির্যাতিতার মা সংবাদ সংস্থা পিটিআইয়ে জানিয়েছেন, "সঞ্জয় (রায়) দোষী, এবং শিয়ালদা কোর্ট শনিবার তার রায় ঘোষণা করবে। কিন্তু এই মামলায় অন্যান্য যারা জড়িত, যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের কী হবে"? প্রশাসন অপরাধে জড়িত আরও কয়েকজনকে আড়াল করে যাচ্ছে এমনটাও দাবি করেছেন তিনি।



  • Jan 18, 2025 10:49 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির পক্ষে সওয়াল সিবিআইয়ের

    অভিযুক্তদের মৃত্যুদণ্ড চেয়েছে সিবিআই। কলকাতা হাইকোর্ট মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তরের পর তদন্তকারী সংস্থা  আরজি কর মেডিকেল কলেজ ধর্ষণ ও হত্যার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। আদালতে সিবিআই জানিয়েছে যে সঞ্জয়ই এই অপরাধের 'একমাত্র অপরাধী'।



  • Jan 18, 2025 10:47 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: বিচার শুরু হওয়ার ৫৭ দিন পর আজ রায়দান পর্ব

    আরজি কর মেডিকেল কলেজ ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করবেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ অনির্বাণ দাস, বিচার শুরু হওয়ার ৫৭ দিন পর আজ রায়দান পর্ব। ১২ নভেম্বর শুরু হয় বিচার পর্ব এবং এই মামলায় আদালত মোট ৫০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে 
    মামলার শুনানি ৯ জানুয়ারি শেষ হয়।



  • Jan 18, 2025 10:45 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: 'একা একজনের পক্ষে এমন কাণ্ড ঘটানো সম্ভব নয়'

    'আগামী দিনে তদন্তের মাধ্যমে আরজি কর কাণ্ডে আরও কারা জড়িত সে সম্পর্কেও আমরা জানতে পারব। আজ, প্রধান অভিযুক্তের শাস্তি ঘোষণা হবে'। বিস্ফোরক বিজেপি নেতা। আরজি কর ধর্ষণ-হত্যা মামলায় বিজেপি নেতা রাহুল সিনহা সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সকলের বিশ্বাস এই ঘটনা একা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়।  



  • Jan 18, 2025 10:40 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: বলির পাঁঠা সঞ্জয়? বিস্ফোরক শুভেন্দু

    দুপুর আড়াইটেয় হবে আরজি কর কাণ্ডের রায় দান। তার আগে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, তিনি আশাবাদী আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও হত্যা মামলায় আদালত আজ কঠোর থেকে কঠোরতম রায় ঘোষণা করবেন। 

    শুভেন্দু অধিকারী সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "আমরা আশাবাদী যে বিচার বিভাগ এই মামলায় দৃষ্টান্তমূলক রায় দান করবেন। তিনি আরও বলেন, আমরা এখনো বিশ্বাস করি একজন ব্যক্তির পক্ষে এই কাজ করা সম্ভব নয়। অনেকে জড়িত। পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য বিভাগ এবং রাজ্য পুলিশও এই ঘটনায় জড়িত। আমরা সিবিআইকে মামলাটি আরও বিশদে তদন্ত করার জন্য অনুরোধ করছি এবং যারা অপরাধ করেছে এবং যারা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তাদেরও শাস্তির আওতায় আনা উচিত,"।



  • Jan 18, 2025 09:41 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: সুবিচারের দাবিতে লড়াই চলবে

    সুবিচারের দাবিতে লড়াই চলবে। সত্য এখনো সামনে আসেনি, একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব হয়নি। মেয়ের সঙ্গে ঘটে যাওয়া নারকীয় অত্যাচারের রায় ঘোষণার ঠিক আগে এমনটাই জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা! গতকাল এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্যাতিতার বাবা বলেছেন, "বিচার শেষ করে আদালত রায় দিতে চলেছে ঠিকই। কিন্তু আমরা খুশি নই। অনেক প্রশ্ন আমাদের মনে। সত্যি সামনে আসেনি। আমাদের লড়াই জারি থাকবে।" 



  • Jan 18, 2025 09:37 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: ঘটনাস্থল থেকে একাধিক প্রমাণ

    সিবিআই সঞ্জয় রায়ের ডিএনএ নমুনার সঙ্গে ভিসেরা রিপোর্টের নমুনা মিলিয়ে দেখে। এছাড়াও ক্রাইম সিন থেকে থেকে সংগৃহীত একগুচ্ছ চুলও সঞ্জয় রায়ের বলে জানা গেছে। এছাড়াও, ঘটনাস্থলে সঞ্জয় রায়ের ব্লুটুথ ডিভাইসটি উদ্ধার করে তদন্তকারীরা ।



  • Jan 18, 2025 09:32 IST

    RG Kar Doctor Murder Case Verdict Live Updates: ১২০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড

    আজ সিবিআইয়ের চার্জশিটের ভিত্তিতে  রায় ঘোষণা করতে চলেছেন শিয়ালদা কোর্টের বিচারপতি অনির্বাণ দাস। গত বছরের ৯ আগস্ট, কর্তব্যরত পিজিটি ইন্টার্ন তরুণী চিকিৎসককে হাসপাতাল চত্ত্বরে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়। এই ঘটনার পর কেটে গিয়েছে ১৬২ দিন কেটে গেছে। ১৩ আগস্ট মামলাটি কলকাতা পুলিশের কাছ থেকে নেয় সিবিআই। ১২০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। ৬৬ দিন ধরে চলে বিচার পর্ব। 



cbi CBI Court CBI Investigation RGKar medical college & hospital
Advertisment