Advertisment

Delhi Assembly Election: দিল্লি নির্বাচনের জোরদার প্রস্তুতি, মনোনয়ন জমা মুখ্যমন্ত্রীর

Delhi Assembly Election: দিল্লির মুখ্যমন্ত্রী তথা কালকাজি বিধানসভা আসনের আপ প্রার্থী আতিশী আজ বিধানসভা নির্বাচনের জন্য তার মনোনয়ন জমা দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi assembly election delhi cm atishi filed nomination

দিল্লির মুখ্যমন্ত্রী তথা কালকাজি বিধানসভা আসনের আপ প্রার্থী আতিশী আজ বিধানসভা নির্বাচনের জন্য তার মনোনয়ন জমা দিয়েছেন। Photograph: (ফাইল ছবি)

Delhi Assembly Election:  দিল্লির মুখ্যমন্ত্রী তথা কালকাজি বিধানসভা আসনের আপ প্রার্থী আতিশী আজ বিধানসভা নির্বাচনের জন্য তার মনোনয়ন জমা দিয়েছেন। 

Advertisment

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী আতিশীর গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। কিন্তু রোড শো থাকার কারণে তিনি  মনোনয়ন জমা দিতে পারেননি।  সমাবেশ শুরু করার আগে, আতিশী কালকাজি মন্দিরে প্রার্থনা করেন।  এরপর, তিনি আপ নেতা মনীশ সিসোদিয়ার সাথে গিরি নগরের গুরুদ্বার শ্রী গুরু গোবিন্দ সাহিবে পৌঁছে প্রণাম জানান। 

কালকাজি আসনে বিজেপির রমেশ সিং বিধুরির এবং আতিশীর কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিল্লির প্রাক্তন সাংসদ এবং তুঘলকাবাদের তিনবারের বিধায়ক বিধুরী  ২০০৩, ২০০৮ এবং ২০১৩ সালের নির্বাচনে জয়ী হন। কংগ্রেস এই আসন থেকে জাতীয় মহিলা কংগ্রেসের জাতীয় সভানেত্রী অলকা লাম্বাকে প্রার্থী করেছে। লাম্বা ১৯৯৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেসে ছিলেন এবং তারপর আম আদমি পার্টিতে যোগ দেন এবং ২০১৫ সালে আম আদমি পার্টির টিকিটে চাঁদনী চক থেকে বিধায়ক হন। কিন্তু তিনি আবার কংগ্রেসে যোগ দেন। 

 দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ভোটগণনা ৮ ফেব্রুয়ারি। 

Advertisment
delhi Election
Advertisment