Delhi Assembly Election Result 2025: দিল্লিতে সরকার গঠন নিয়ে জোর প্রস্তুতি, অমিত শাহের বাসভবনে জরুরি বৈঠক

Delhi Assembly Election Result 2025: দিল্লিতে সরকার গঠন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে অনুষ্ঠিত হচ্ছে জরুরি বৈঠক। হাজির রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক শীর্ষ বিজেপি নেতৃত্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi Assembly Election Result 2025:

দিল্লিতে সরকার গঠন নিয়ে জোর প্রস্তুতি, অমিত শাহের বাসভবনে জরুরি বৈঠক Photograph: (ফাইল ছবি)

Delhi Assembly Election Result 2025: দিল্লিতে সরকার গঠন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে অনুষ্ঠিত হচ্ছে জরুরি বৈঠক। হাজির রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক শীর্ষ বিজেপি নেতৃত্ব। ধারণা  বৈঠকের পর বিজেপি শীঘ্রই দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে।

Advertisment

দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব আজ সন্ধ্যায় সকল জয়ী বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করবেন। এই সময় সরকার গঠনের বিষয়ে আলোচনাও হবে বলে জানা গিয়েছে। এর আগে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর, শনিবার সন্ধ্যায় বিজেপি সদর দফতরে  প্রধানমন্ত্রী মোদী, জেপি নাড্ডা, অমিত শাহের উপস্থিতিতে দিল্লিতে সরকার গঠনের রূপরেখা নিয়ে এক প্রস্ত আলোচনা হয়। 

২৭ বছর পর, দিল্লিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠন করতে চলেছে। দিল্লির ৭০টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসন জিতেছে যেখানে আপ মাত্র ২২টি আসন ধরে রাখতে সক্ষম হয়। ইতিমধ্যে, বিজেপি দিল্লিতে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে।

এদিকে, বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির শোচনীয় পরাজয়ের একদিন পর, রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Advertisment

দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান! বিপুল সংখ্যাক আসন জিতে দিল্লির মসনদে বিজেপি। গতকালের নিরঙ্কুশ জয়ের পর এখন দেশজুড়ে একটাই চর্চা, কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? যদিও বিজেপির তরফে এখনও মুখ্যমন্ত্রী পদে কোন নাম ঘোষণা করা হয়নি। 

দিল্লি নির্বাচনে বিপুল জয়ের পর, এখন সকলের মনে একটাই প্রশ্ন কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? বিজেপির মুখ্যমন্ত্রী পদে একাধিক নেতার নাম সামনে আসছে। তবে মুখ্যমন্ত্রীর মুখ বেছে নেওয়ার ক্ষেত্রে বিজেপি জাতি ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে। শীঘ্রই প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। 

টোটোয় তুলে নাবালিকাকে ধর্ষণ, প্রমাণ লোপাটে নৃশংস খুন, নিউটাউনে হাড়হিম ঘটনায় গ্রেফতার এক

গত ২৫ বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন তিনিই যিনি নতুন দিল্লি আসন থেকে জয়ী হয়েছেন। প্রথমে শীলা দীক্ষিত এবং তারপর অরবিন্দ কেজরিওয়াল এই আসন থেকেই জয়ী হন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে, কেজরিওয়ালকে পরাজিত করে এই আসন থেকে জিতে আসা পরবেশ ভার্মা হতে পারেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। 

তবে, যদি আমরা বিজেপির ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার দিকে দেখি  সাংসদ মনোজ তিওয়ারিকে দিল্লির মুখ্যমন্ত্রী করে, প্রধানমন্ত্রী মোদী পূর্বাঞ্চলের ভোটব্যাঙ্ক আকর্ষণ করার চেষ্টা করতে পারেন। তবে, বিজেপি আগামী সময়ে পাঞ্জাবে আম আদমি পার্টির সরকারকে 'শেষ' করার কৌশলও ঠিক করবেন। এই ক্ষেত্রে, কোন শিখ মুখকেও মুখ্যমন্ত্রী করা হতে পারে। রাজৌরি গার্ডেনের বিধায়ক মজিন্দর সিং সিরসা অথবা কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানকারী গান্ধী নগরের বিধায়ক অরবিন্দর সিং লাভলিকেও মুখ্যমন্ত্রী করা হতে পারে।

Delhi Assembly Election