West Bengal News Highlights: ফের স্বমহিমায় জ্যোতিপ্রিয়, পদযাত্রা করে হাবরা পুরসভায় প্রাক্তন মন্ত্রী

West Bengal News Highlights 9 Feb, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
jyotipriya mallick, jyotipriya mallick news,Jyotipriya Mallick gets bail ,Ration Distribution Scam Case,জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন দুর্নীতি

News in West Bengal Live: তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে পদযাত্রা করে হাবরা পুরসভায় গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক

Latest West Bengal News Highlights: জামিনে জেলমুক্তির পর স্বমহিমায় জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার পদযাত্রা করে হাবরা পুরসভায় যান তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। হাবরা পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহার কাছে পৌর উন্নয়নের খতিয়ান জানতে চান তিনি। জ্যোতিপ্রিয় জানিয়েছেন, বিধায়ক তহবিলের টাকা দিয়ে উন্নয়ন করতে চান তিনি। 

Advertisment

ছত্তিশগড়ে ফের মাওবাদী দমন অভিযান। রবিবার ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, বিজাপুর জেলায় গুলির লড়াইয়ে ৩১ জন মাওবাদী নিহত হয়েছে। তবে পাল্টা হামলায় ২ জন নিরাপত্তা বাহিনীর জওয়ানেরও মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও দুই। গুলির লড়াই এখনও চলছে। কয়েক সপ্তাহ আগেই এই বিজাপুরেই যৌথ বাহিনীর এনকাউন্টারে ৮ মাওবাদীর মৃত্যু হয়েছিল।

রণক্ষেত্র নারকেলডাঙা। গতকাল অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের একাংশের নিশানায় শাসক কাউন্সিলার। স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে সরাসরি তোলাবাজির অভিযোগ বাসিন্দাদের। তৃণমূল কাউন্সিলার সচীন সিংয়ের বিরুদ্ধে টাকা নিয়ে ঝুপরিতে গুদাম ভাড়া দেওয়ার অভিযোগ স্থানীয়দের। এদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ফিরহাদ হাকিম। তার সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষই। কাউন্সিলারের বিরুদ্ধে ওঠে স্লোগান। তোলা নিয়ে গুদাম ভাড়া দেওয়ার অভিযোগ। নারকেল ডাঙ্গা থানার সামনে অবস্থান কাউন্সিলারের। 

নিউটাউনে নাবালিকা ধর্ষণ- খুনে সিসিটিভি খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে এক টোটো চালককে। জানা গিয়েছে অভিযুক্তের নাম সৌমিত্র রায় ওরফে রাজ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার লোহা ব্রিজের কাছে বছর ১৪-এর ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এরপরই শুরু হয় তদন্ত । ১০০ এর বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই টোটো চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে  পকসো ও খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে টোটো টিকেও। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখার কাজ চালাচ্ছে পুলিশ।

Advertisment

দিল্লির পর মোদীর নজর বাংলা, জয়ের গ্যারান্টিতে উন্নয়নকেই হাতিয়ার প্রধানমন্ত্রীর

মোদী ম্যাজিকে 'ভ্যানিশ' কেজরি! দিল্লিতে 'আপকে সাফ', বিজেপির দুর্দান্ত কামব্যাক

  • Feb 09, 2025 18:41 IST

    West Bengal News Live: ফের স্বমহিমায় জ্যোতিপ্রিয়, পদযাত্রা করে হাবরা পুরসভায় প্রাক্তন মন্ত্রী

    জামিনে জেলমুক্তির পর স্বমহিমায় জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার পদযাত্রা করে হাবরা পুরসভায় যান তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। হাবরা পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহার কাছে পৌর উন্নয়নের খতিয়ান জানতে চান তিনি। জ্যোতিপ্রিয় জানিয়েছেন, বিধায়ক তহবিলের টাকা দিয়ে উন্নয়ন করতে চান তিনি। 



  • Feb 09, 2025 17:46 IST

    West Bengal News Live: ইংরেজবাজারে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

    ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার গভীর রাতে মহদিপুর গ্রাম পঞ্চায়েতের লোটন মসজিদ সংলগ্ন এলাকা থেকেই ওই অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।



  • Feb 09, 2025 16:42 IST

    West Bengal News Live: বিজাপুরে বিরাট সাফল্য যৌথ বাহিনীর, গুলির লড়াইয়ে নিহত ৩১ মাওবাদী

    ছত্তিশগড়ে ফের মাওবাদী দমন অভিযান। রবিবার ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, বিজাপুর জেলায় গুলির লড়াইয়ে ৩১ জন মাওবাদী নিহত হয়েছে। তবে পাল্টা হামলায় ২ জন নিরাপত্তা বাহিনীর জওয়ানেরও মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও দুই। গুলির লড়াই এখনও চলছে। কয়েক সপ্তাহ আগেই এই বিজাপুরেই যৌথ বাহিনীর এনকাউন্টারে ৮ মাওবাদীর মৃত্যু হয়েছিল।



  • Feb 09, 2025 14:14 IST

    West Bengal News Live: রনক্ষেত্র নারকেল ডাঙা, মেয়রের সামনে কাউন্সিলারকে ঘিরে ধরে বিক্ষোভ

    রনক্ষেত্র নারকেল ডাঙা। গতকাল অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের একাংশের নিশানায় শাসক কাউন্সিলার। স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে সরাসরি তোলাবাজির অভিযোগ বাসিন্দাদের। তৃণমূল কাউন্সিলার সচীন সিংয়ের বিরুদ্ধে টাকা নিয়ে ঝুপরিতে গুদাম ভাড়া দেওয়ার অভিযোগ স্থানীয়দের। এদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ফিরহাদ হাকিম। তার সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষই। কাউন্সিলারের বিরুদ্ধে ওঠে স্লোগান। তোলা নিয়ে গুদাম ভাড়া দেওয়ার অভিযোগ। নারকেল ডাঙ্গা থানার সামনে অবস্থান কাউন্সিলারের।  



  • Feb 09, 2025 13:08 IST

    West Bengal News Live: ভাঙ্গড়ে চললো গুলি, আহত এক ১ সবজি ব্যবসায়ী

    ভাঙ্গড়ে চললো গুলি। আহত এক ১ সবজি ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ভাঙ্গরের উত্তর কাশিপুর থানার বেলেদানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বামুনিয়া এলাকার চিত্ত ঘোষ নামক এক সবজি ব্যবসায়ী রাত একটা নাগাদ গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় বাজারের আদুরেই তিনজন দুষ্কৃতী তাকে সাদা স্কুটি বাইক করে এসে তাকে আটকায় এরপর তার কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় এবং ওই সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে ঘটনায় গুরুতর আহত হয়েছে এক সবজি ব্যবসায়ী। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ডান হাতে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশিপুর থানার পুলিশ।



  • Feb 09, 2025 12:53 IST

    West Bengal News Live: মাদক মেশানো চকোলেট খাইয়ে বেহুঁশ করে স্কুল ছাত্রীকে ধর্ষণ

    নিউটাউনের পর এবার জলপাইগুড়ি। মাদক মেশানো চকোলেট খাইয়ে বেহুঁশ করে স্কুল ছাত্রীকে  ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক টোটো চালককে। তিনি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের ভাইপো। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের পরিবারের। পকসো আইনে মামলা রুজু পুলিশের। গ্রেফতার করা হয়েছে মহম্মদ গোমাল মাসুদ নামে বছর ২৬-এর টোটো চালককে। 



  • Feb 09, 2025 12:46 IST

    West Bengal News Live: 'আসল অপরাধী আরজি করেই লুকিয়ে'

    'আসল অপরাধী আরজি করেই লুকিয়ে', নির্যাতিতার জন্মদিনে বিস্ফোরক মন্তব্য নিহত চিকিৎসকের মা-বাবার। এদিকে আজ নির্যাতিতার জন্মদিন উপলক্ষ্যে একাধিক কর্মসূচীর আয়োজন করা হয়েছে চিকিৎসক ও নাগরিক সংগঠনের তরফে। এদিন নির্যাতিতার বাড়ির কাছেই দুটি অভয়া ক্লিনিকে রোগী দেখার পাশাপাশি বিনামূলে রোগীদের হাতে প্রতীকি হিসাবে তুলে দেওয়া হয় গাছের চারা। পাশাপাশি পানিহাটিতে আয়োজন করা হয় মৌন মিছিল। বিকেলে কলেজ স্ট্রিট থেকে আরজি কর পর্যন্ত মিছিল। সাড়ে ৫টায় আরজি করে নির্যাতিতার জন্মদিন পালন। 



  • Feb 09, 2025 12:27 IST

    West Bengal News Live: টোটোয় তুলে নাবালিকাকে ধর্ষণ, প্রমাণ লোপাটে নৃশংস খুন

    নিউটাউনে নাবালিকা ধর্ষণ- খুনে সিসিটিভি খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে এক টোটো চালককে। জানা গিয়েছে অভিযুক্তের নাম সৌমিত্র রায় ওরফে রাজ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার লোহা ব্রিজের কাছে বছর ১৪-এর ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এরপরই শুরু হয় তদন্ত । ১০০ এর বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই টোটো চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে  পকসো ও খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে টোটো টিকেও। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখার কাজ চালাচ্ছে পুলিশ। 



  • Feb 09, 2025 10:54 IST

    West Bengal News Live: 'অপারেশন ডেভিল হান্ট'

    বাংলাদেশ সরকার সম্প্রতি অপারেশন ডেভিল হান্ট শুরু করার ঘোষণা করেছে। এই অভিযানের উদ্দেশ্য হলো দেশে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা। শনিবার থেকে এই অভিযান বাস্তবায়িত হয়েছে। ডেভিল হান্টের অধীনে, দেশে হিংসা যারা ছড়াচ্ছেন তাদের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইউনূস প্রশাসন।  বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসবাদীদের বিচারের আওতায় আনতে যৌথ বাহিনীর সহযোগিতায় 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।



  • Feb 09, 2025 10:22 IST

    West Bengal News Live: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুন

    নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ছড়িয়েছে চরম চাঞ্চল্য। আরজি কর কাণ্ডের মাঝেই নিউটাউনে নাবালিকার ধর্ষণ খুনের ঘটনায় ফের প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। যদিও ঘটনার তদন্তে নেমে পুলিশ এক টোটো চালককে গ্রেফাতার করেছে।  ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।  



  • Feb 09, 2025 09:42 IST

    West Bengal News Live: কু-প্রস্তাবে সাড়া না দেওয়ায় অ্যাসিড হামলা

    প্রতিবেশী যুবকের কু- প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক আইসিডিএস কর্মীকে প্রকাশ্য বাজারে অ্যাসিড হামলার অভিযোগ প্রতিবেশী  যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কৃষ্ণনগর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই আইসিডিএস কর্মী কৃষ্ণনগর মধ্যপল্লি সেন্টারে কাজ করেন। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী বাপি মাইতি তাঁকে কু প্রস্তাব দিচ্ছিল। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল সন্ধে নাগাদ বাড়ি ফেরার পথে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় ওই যুবক। অ্যাসিডের আঘাতে  গুরুতর জখম মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার পর থেকে আতঙ্কিত আক্রান্ত মহিলা।  ইতিমধ্যেই ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়ের তদন্ত নেমেছে সাগর থানার পুলিশ।  এখনও অধরা অভিযুক্ত।



  • Feb 09, 2025 09:40 IST

    West Bengal News Live: দিল্লিতে ক্ষমতার পালাবদল, বাংলা জুড়ে দেদার লাড্ডু বিলি, উৎসবে মাতোয়ারা বিজেপি

    দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতার পালাবদল। গেরুয়া ঝড়ে ধুলিস্যাৎ  আম আদমি পার্টি।  বিজেপির বিশাল জয়, সেই জয়ের আনন্দে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও আনন্দে মাতলেন বিজেপির কর্মী সমর্থকরা। এদিন পাঁশকুড়ায় বিজেপির নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা গেরুয়া আবির মেখে একে অপরকে লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উৎসবে মাতলেন তাঁরা, পাশাপাশি পথ চলতি মানুষের হাতে তাঁরা লাড্ডু বিতরণ করেন।



  • Feb 09, 2025 09:01 IST

    West Bengal News Live: সরস্বতী পুজোর নিরঞ্জন শোভাযাত্রায় আক্রান্ত পুলিশ

    পান্ডুয়ায় সরস্বতী পুজোর নিরঞ্জন শোভাযাত্রায় আক্রান্ত পুলিশ। তারস্বরে বাজছিল ডিজে। তা বন্ধ করতে বলায় পান্ডুয়া থানার এএসআইকে ইটের আঘাত। আক্রান্ত এক ভিলেজ পুলিশও। পুলিশের উপর হামলার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। 



  • Feb 09, 2025 08:56 IST

    West Bengal News Live: অনিকেত মাহাতো সহ ৭ চিকিৎসককে তলব

    এবার অনিকেত মাহাতো সহ ৭ চিকিৎসককে তলব। ৫ হাজার টাকা দিয়ে রসিদ না পাওয়া নিয়ে রাজু দাস নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অনিকেত মাহাতো সহ সাত চিকিৎসককে নোটিস পাঠায় বিধাননগর সাইবার ক্রাইম শাখা পুলিশের তরফে। অনিকেত মাহাতো সহ সাত জনকে নোটিস। অনেক জুনিয়ার চিকিৎসক  ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নিয়েছেন বলে অভিযোগ। ফান্ডের টাকা কোথায় ব্যবহার করা হয়েছে জানতে চেয়ে পুলিশের দ্বারস্থ রাজু দাস নামে ওই ব্যক্তি। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনিকেত মাহাতো পুলিশি জেরার মুখোমুখি হয়েছেন বলেই খবর। তবে ডিউটিতে থাকার কারণে বাকি ৬ জন জেরার মুখোমুখি হতে পারেন নি। তবে কী ফের নোটিস পাঠানো হবে? 



delhi Election RGKar medical college & hospital Doctors Death news of west bengal