Advertisment

অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভুয়ো এমবিএ পাশ? সমন আদালতের

নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়ো তথ্য পেশের মামলায় অভিষেককে ফের সমন পাঠালো দিল্লি আদালত। আগামী ৭ সেপ্টেম্বর দিল্লি আদালতে ডায়মন্ড হারবারের সাংসদকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee, অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

অস্বস্তি যেন কাটছেই না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়ো তথ্য পেশের মামলায় অভিষেককে ফের সমন পাঠালো দিল্লি আদালত। আগামী ৭ সেপ্টেম্বর দিল্লি আদালতে ডায়মন্ড হারবারের সাংসদকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে আদালত। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। মঙ্গলবার মমতার ভাইপোকে এমন নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারক সমর বিশাল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়ো তথ্য পেশ করেছিলেন বলে অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে।

Advertisment

আরও পড়ুন: উনি যেদিন আসবেন, সেদিনই বিজেপি ছাড়বেন শোভন: বৈশাখী

উল্লেখ্য, এ মামলায় অভিষেককে আগেও সমন পাঠিয়েছিল আদালত। কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছেন তৃণমূল যুব সভাপতি। এ প্রসঙ্গে মঙ্গলবার আদালতে অভিষেকের আইনজীবী জানান, সাংসদের স্ত্রী অসুস্থ। সে কারণেই এই মুহূর্তে তিনি হাজিরা দিতে পারছেন না। এরপরই সব দিক খতিয়ে দেখে ৭ সেপ্টেম্বর অভিষেককে হাজিরা দিতে নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন: ডাহা ফেল মমতা-পিকে, মুকুলের হাতে ‘সমীক্ষার ফল’

কী কারণে মামলা?
২০১৪ সালের লোকসভা নির্বাচনে হলফনামায় ভুয়ো তথ্য পেশের অভিযোগ উঠেছে মমতার ভাইপোর বিরুদ্ধে। অভিষেকের বিরুদ্ধে এমন অভিযোগই সামনে এনেছেন আইনজীবী সার্থক চতুর্বেদী। অভিযোগপত্রে বলা হয়েছে, হলফনামায় অভিষেক উল্লেখ করেছেন, যে তিনি ২০০৯ সালে আইআইপিএম থেকে এমবিএ করেছেন। কিন্তু এই তথ্য ভুল বলে দাবি করেছেন ওই আইনজীবী। সার্থকের দাবি, আইআইপিএমে এমবিএতে ডিগ্রির পাঠক্রম নয়। এটা ইউজিসি স্বীকৃতও নয়। জনপ্রতিনিধি আইনের ১২৫ এ ধারায় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে।

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, বিস্ফোরক সৌমিত্র খাঁ

উল্লেখ্য, এর আগে এবারের লোকসভা নির্বাচনের মুখে বিতর্কে জড়িয়েছিলেন অভিষেক-পত্নী রুজিরা নারুলা। ব্যাঙ্কক থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে অভিষেকের স্ত্রীর ব্যাগে তল্লাশি চালানোর ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ব্যাঙ্কক থেকে এ দেশে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা-সহ ২ মহিলাকে আটক করেন শুল্ক দফতরের আধিকারিকরা। এ নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

tmc abhishek banerjee
Advertisment