/indian-express-bangla/media/media_files/2025/01/04/AWWlkCdVp6vvSktVt0ow.jpg)
দিল্লি দখলে মরিয়া মোদী-শাহ, কেজরির বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস কে? Photograph: (ফাইল ছবি)
Delhi Election 2025:দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার চলছে। এরই মধ্যে বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে, যেখানে ২৯ জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকায় অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী অতীশির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রবেশ সাহেব সিং ভার্মাকে নয়াদিল্লি বিধানসভা আসন থেকে এবং রমেশ বিধুরীকে কালকাজি আসন থেকে টিকিট দিয়েছে দল। AAP-এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে যোগ দেওয়া কৈলাশ গেহলটকে বিজবাসন আসন থেকে প্রার্থী করা হয়েছে।
বিজেপির প্রথম তালিকায় নাম রয়েছে রবিন্দ্র ত্যাগির, যিনি গত বিধানসভা নির্বাচনে মনিশ সিসোদিয়ার বিরুদ্ধে লড়াই করেছিলেন। এছাড়াও, রোহিণী থেকে বিজেন্দ্র গুপ্ত, বিশ্বনগর থেকে ওম প্রকাশ শর্মা, ঘোন্ডা থেকে অজয় মহাওয়ার, রোহতাসনগর থেকে জিতেন্দ্র মহাজন, গান্ধীনগর থেকে অরবিন্দর সিং লাভলি, করোলবাগ থেকে দুষ্যন্ত গৌতম এবং রাজৌরি গার্ডেন থেকে মনজিন্দর সিং সিরসাকে টিকিট দিয়েছে দল।
দাবানলের মত ছড়াচ্ছে HMPV ভাইরাস, কতটা প্রস্তুত ভারত? বিরাট আপডেট দিল স্বাস্থ্য মন্ত্রক
Delhi | BJP releases its first list of the candidates for #DelhiElection2025
— ANI (@ANI) January 4, 2025
Parvesh Verma to contest from New Delhi assembly seat against AAP's Arvind Kejriwal; Dushyant Gautam from Karol Bagh, Manjinder Singh Sirsa from Rajouri Garden, Kailash Gehlot from Bijwasan, Arvinder… pic.twitter.com/jcvaW418U8
এই তালিকায় দুই মহিলা প্রার্থীর নামও রয়েছে। রেখা গুপ্তাকে শালিমারবাগ থেকে এবং কুমারী রিংকুকে সীমাপুরী রিজার্ভ আসন থেকে টিকিট দেওয়া হয়েছে। এছাড়াও, কংগ্রেস এবং আম আদমি পার্টি থেকে বিজেপিতে যোগদানকারী চার নেতাকেও টিকিট দিয়েছে বিজেপি। মঙ্গোলপুরি থেকে রাজকুমার চৌহান, প্যাটেল নগর থেকে রাজকুমার আনন্দ, ব্রিজবাসন থেকে কৈলাশ গেহলট এবং গান্ধীনগর থেকে অরবিন্দর সিং লাভলিকে টিকিট দেওয়া হয়েছে।
ইতিমধ্যে কেজরির দল দিল্লির ৭০ আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সূত্রের খবর আগামী ১২-১৪ ফেব্রুয়ারি দিল্লি বিধান সভা নির্বাচন। ফল ঘোষণা ১৭ ফেব্রুয়ারি।