Kailash Gehlot Resigns: 'অন্য কোনো বিকল্প ছিল না' পদত্যাগ প্রসঙ্গে এমনই দাবি করেছেন কৈলাশ গেহলট।
AAP ছাড়লেন আম আদমি পার্টি সরকারের ক্যাবিনেট মন্ত্রী কৈলাশ গেহলট। তিনি তাঁর পদ এবং দল উভয় থেকেই পদত্যাগ করেছেন।
কেন হঠাৎ করে পদত্যাগ করলেন কেজরিওয়াল ঘনিষ্ঠ কৈলাশ গেহলট, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। পদ ত্যাগপত্রে তিনি তাঁর পদত্যাগের কারণ উল্লেখ করেছেন।
তোলপাড় দিল্লির রাজনীতি। আম আদমি পার্টির অতীশি সরকারের ক্যাবিনেট মন্ত্রী কৈলাশ গেহলট মন্ত্রী পদ ও দল থেকে ইস্তফা দিয়েছেন। AAP থেকে পদত্যাগ করে জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখেছেন তিনি।
আরও পড়ুন - রানী এলিজাবেথের পর মোদী, নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মানে সম্মানিত প্রধানমন্ত্রী
দিল্লির পরিবহণ মন্ত্রী কৈলাশ গেহলট মন্ত্রীর পদের পাশাপাশি আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। কৈলাশ গেহলট আম আদমি পার্টিকে অভিযুক্ত করে বলেছিলেন যে তিনি যে 'সৎ রাজনীতির' কারণেই তাঁর দলে যোগ দেওয়া। কিন্তু সেটাই এখন উধাও। অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনকে 'শীশমহল' বলে উল্লেখ করে তিনি একাধিক অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি যমুনায় ক্রমবর্ধমান দূষণ নিয়ে দিল্লি সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন।
কৈলাশ গেহলটের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা কপিল মিশ্র
পদত্যাগ করেছেন আম আদমি পার্টির নেতা ও দিল্লি সরকারের মন্ত্রী কৈলাশ গেহলট। তিনি AAP আহ্বায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দল থেকে পদত্যাগের কথা জানিয়ে একটি চিঠি লিখেছেন। এ ছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অতীশিকে চিঠি লিখে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন গেহলট।
এবার ভারতীয় জনতা পার্টির নেতা কপিল মিশ্র এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কেজরিওয়ালের মন্ত্রী কৈলাশ গেহলট পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি স্পষ্ট লিখেছেন যে দুর্নীতির কারণে আম আদমি পার্টি ও সরকারে থাকা সম্ভব হয়েছে। কেজরিওয়াল গ্যাংয়ের লুট ও মিথ্যার বিরুদ্ধে কৈলাশ গেহলটের এই পদক্ষেপকে স্বাগত।