দিলীপ ঘোষকে ঘিরে ধুন্ধুমার, উত্তপ্ত নন্দীগ্রাম, ‘লাঠিচার্জ’ পুলিশের

রেয়াপাড়ার কাছে ব্যারিকেড করে পুলিশ।ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বিজেপি কর্মীদের উপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ উঠেছে।

রেয়াপাড়ার কাছে ব্যারিকেড করে পুলিশ।ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বিজেপি কর্মীদের উপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ, দিলীপ ঘোষের খবর, দিলীপের খবর, নন্দীগ্রামে দিলীপকে ঘিরে উত্তেজনা, dilip news, bjp abhinandan yatra, বিজেপির অভিনন্দন যাত্রা, দিলীপ ঘোষকে ঘিরে ধুন্ধুমার, nandigram,নন্দীগ্রাম, বিজেপির অভিনন্দন যাত্রায় উত্তেজনা, dilip in nandigram, dilip ghosh nandigarm, দিলীপ ঘোষ নন্দীগ্রাম, সিএএ, caa

বিজেপির অভিনন্দন যাত্রা ঘিরে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে।

দিলীপ ঘোষকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রা ঘিরে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতিকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রেয়াপাড়ার কাছে ব্যারিকেড করে পুলিশ।ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বিজেপি কর্মীদের উপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ উঠেছে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসাও বাধে বলে খবর।

Advertisment

আরও পড়ুন: অমিত শাহ ফোনে চারটি শব্দ বলেছিলেন! ফাঁস করলেন দিলীপ ঘোষ

Advertisment

নন্দীগ্রামে বিজেপির মিছিলের অনুমতি ছিল না বলে দাবি করেছে পুলিশ। এদিকে মিছিলের দাবিতে অনড় বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে মোতায়েন পুলিশের বিশাল বাহিনী। রাখা হয়েছে জলকামানও।

ভিডিও- সঞ্জীব দুবে।

আরও পড়ুন: বিপাকে মুকুল রায়, কালীঘাট থানায় বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ

ভিডিও- সঞ্জীব দুবে।

এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করতে চেয়েছিলাম। ১৫ দিন আগে পুলিশ সুপারকে চিঠি দিয়েছিলাম। তবুও অনুমতি দেয়নি। পুলিশ দিয়ে আমাদের নেতা-কর্মীদের মারা হচ্ছে। আমার সামনেই পুলিশকে মারতে দেখেছি। আমি চাইলে ব্যারিকেড ভাঙতে পারতাম। ব্যারিকেড ভাঙা আমাদের উদ্দেশ্য নয়। অগণতান্ত্রিক পরিবেশ চলছে’’।

bjp dilip ghosh