Advertisment

দিলীপের পাশে নেই বাবুল, চরম বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি

‘দিলীপদা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। এটা দলের বক্তব্য নয়’, বিতর্কের পর এমন কথাই বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ দিলীপের খবর, dilip news, দিলীপ ঘোষের খবর, বিতর্কে দিলীপ ঘোষ, dilip ghosh, dilip ghosh controversy, দিলীপের বিতর্কিত মন্তব্য, বাবুল সুপ্রিয়, babul supriyo, babul supriyo news, বাবুল, বাবুল সুপ্রিয়ের খবর

দিলীপ ঘোষ ও বাবুল সুপ্রিয়।

‘সিএএ বিরোধী আন্দোলনকারীদের গুলি করে মারা উচিত’, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদীদের বিরুদ্ধে দিলীপ ঘোষের এহেন মন্তব্যে তুমুল বিতর্ক বঙ্গ রাজনীতিতে। সমাজের বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এবার এহেন মন্তব্যের জন্য দিলীপের দলের সাংসদই তাঁর পাশে দাঁড়ালেন না। ‘দিলীপদা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। এটা দলের বক্তব্য নয়’, বিতর্কের পর এমন কথাই বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

Advertisment

ঠিক কী বলেছেন বাবুল সুপ্রিয়?

দিলীপের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর টুইটারে আসানসোলের বিজেপি সাংসদ লেখেন, ‘‘দিলীপ ঘোষ যা বলেছেন, তাতে বিজেপির কোনও সম্পর্ক নেই। এটা তাঁর কল্পনাপ্রসূত মন্তব্য। আসাম, উত্তরপ্রদেশে আমাদের সরকার কখনই কোনও কারণেই মানুষের উপর গুলি চালায়নি। খুবই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপদা’’।

dilip ghosh, দিলীপ ঘোষ দিলীপের খবর, dilip news, দিলীপ ঘোষের খবর, বিতর্কে দিলীপ ঘোষ, dilip ghosh, dilip ghosh controversy, দিলীপের বিতর্কিত মন্তব্য, বাবুল সুপ্রিয়, babul supriyo, babul supriyo news, বাবুল, বাবুল সুপ্রিয়ের খবর বাবুলের টুইট। ছবি: টুইটার।

আরও পড়ুন: ‘যারা দেশবিরোধী স্লোগান তুলছেন তাঁদের জেলে যেতে হবে’, বিস্ফোরক শাহ

কী বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ?

রবিবার নদিয়ায় একটি সভায় বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। কার টাকা এটা? এটা আমার, আপনার টাকা। ট্রেনে আগুন লাগাচ্ছে, কার টাকা ধ্বংস করছে? এত কিছু সত্ত্বেও একটা গুলি চালানো হল না। কোনও লাঠিচার্জ-এফআইআর করা হল না। কাউকে পুলিশ গ্রেফতারও করেনি এখনও’’। এরপরই দিলীপ বলেন, ‘‘যারা আগুন জ্বালিয়ে সম্পত্তি নষ্ট করছে, তাদের কি বাপের সম্পত্তি এগুলো? কীভাবে তারা সরকারি সম্পত্তি নষ্ট করতে পারে। আসাম, উত্তরপ্রদেশে আমাদের সরকার এই বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি চালিয়েছে। তাদের গ্রেফতার করে মামলা রুজু করা হয়েছে। আমরা এদেরকে জেলে ভরব, গুলি করে মারব’’।

Read the story in English

dilip ghosh
Advertisment