ত্রিপুরা-কান্ড নিয়ে এবার তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের। গতকালই ত্রিপুরায় গ্রেফতার হয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সায়নীকে। এমনকী থানায় ঢুকে তৃণমূল নেতৃত্বের উপরেও হামলা হয়েছে বলে অভিযোগ। ত্রিপুরা ইস্যুতে এবার তৃণমূলকে তুলোধনা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
দিলীপ ঘোষ এদিন বলেন, 'ত্রিপুরা যাওয়ার টিকিট কেটেও অনেকে বাতিল করেছেন। এবার ভেবে চিন্তে গোয়ায় যাবেন। ওখানেও না এমন পরিস্থিতি হয়।' আগরতলায় সায়নী গ্রেফতার ইস্যুতে এভাবেই জোড়াফুল শিবিরকে বিঁধলেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, গতকালই আগরতলায় গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে। খুনের চেষ্টার অভিযোগ এনে সায়নীকে গ্রেফতার করে পুলিশ।
যদিও অন্যায়ভাবে বিজেপির কথায় সায়নীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। আজ আগরতলায় তৃণমূলের পথসভা করার কথা ছিল। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই পদযাত্রার অনুমতি বাতিল করে দিয়েছে পুলিশ। তবে পদযাত্রা না হলেও পথসভা করবে তৃণমূল।
আরও পড়ুন- ‘সরকার মেনেই নিচ্ছে ত্রিপুরায় আইনশৃঙ্খলা নেই’, পদযাত্রা বাতিলে কুণালের নিশানায় বিপ্লব
এদিকে, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করে আজ আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের পদযাত্রা বাতিল করেছে পুলিশ। তবে পদযাত্রা বাতিল করলেও আজ পথসভা করবে তৃণমূল। দলের পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, বেলা ১২টা নাগাদ আগরতলায় সভা করবে তৃণমূল। সেই সভায় অভিষেক-সহ পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বের পাশাপাশি দলের ত্রিপুরার নেতারাও উপস্থিত থাকবেন। আজ বেলা তিনটে নাগাদ আগরতলার পোলো টাওয়ার্স হোটেলে সাংবাদিক বৈঠক করবেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন