চ্যালেঞ্জের ২৪ ঘণ্টার মধ্যে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভপতি তথা মেদিনীপুরের সাংসদের আইনিজীবী চিঠিতে অভিষেককে তিন দনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। তা নাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন।
২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৭ ডিসেম্বর জেলা সফর শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে জনসভায় মাধ্যমে জেলা সফর শুরু করে দেন তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভায় আক্রমনাত্মক বক্তব্য রাখেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেক বলেন, "আমি তো নাম নিয়ে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত।দিলীপ ঘোষ গুন্ডা, মাফিয়া। নাম করে বলছি অমিত শাহ বহিরাগত। সুনীল দেওধর বহিরাগত। আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। কেন এদের বহিরাগত বলব না।" পারলে আইনি ব্যবস্থা নিক বলেও তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন।
আরও পড়ুন, কল্যাণের বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বকে নালিশ তৃণমূল সাংসদের
ভাইপো সম্বোধন করেই বিজেপির অধিকাংশ নেতা অভিষেককে সভা-সমাবেশে কড়া ভাষায় আক্রমণ করেন। নাম নিয়ে বক্তব্য রাখারও চ্যালেঞ্জ করেন অভিষেক। তারপর নিজেই বিজেপি নেতাদের নাম ধরে ধরে আক্রমণ শানান। অভিষেকের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তাতেও ক্ষান্ত না থেকে আইনি পদক্ষেপ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। পদ্মশিবিরের দাবি দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে অসংসদীয়, মানহানিকর, কুৎসামূলক বক্তব্য পেশ করেছেন অভিষেক। এমনকী কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও কটূকথা বলতে ছাড়েনি। সোমবার দিলীপ ঘোষের আইনজীবী আইনি নোটিস পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
দিলীপ ঘোষের আইনজীবী পার্থ ঘোষ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর বক্তব্যের জন্য নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা নাহলে আদালতের দ্বারস্ত হব।" অভিষেক তাঁর বক্তব্যে বলেছিলেন, বিশ্ব বাংলার লোগো তাঁর মালিকাধীন বলার জন্য কী ভাবে তিনি আদালতে টেনে নিয়ে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়কে। এবার তাঁর বিরুদ্ধে শুধু প্রতিবাদ না করে আইনের পথেই হাঁটলেন বিজেপির রাজ্য সভাপতি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন