বাংলায় 'রাজনৈতিক পরিবর্তনে'র প্রার্থনা করে এবার তিরুমালা মন্দিরে পুজো দিলেন দিলীপ ঘোষ। একই সঙ্গে পশ্চিবঙ্গবাসীর জন্য সুখ-সমৃদ্ধি-ও কামনা করেন রাজ্য বিজেপি সভাপতি।
মাঘী পূর্ণিমা উপলক্ষে রবিবার অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে পুজো দেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তারপর সেখান থেকেই এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'সবার জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করেছি। পশ্চিমবঙ্গের জন্য শান্তি এবং রাজনৈতিক বদলের প্রার্থনা করেছি। আশা করছি হিংসার পরিবেশ দূর হয়ে বাংলায় শান্তি ফিরে আসবে।'
বাংলার পরিবর্তনের দাবিতে দিলীপ ঘোষের ভিডিও বার্তকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল। বিভিন্ন সময়ে করা রাজ্য বিজেপি সভাপতির বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচনা করেন চন্দননগরের তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'সবার আগে ওনার (দিলীপ ঘোষ) মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করা উচিত। উপনির্বাচনে খড়গপুর বিধানসভা আসনে জিততে পারেনি তাঁর দল। বাংলার মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই মন্দিরে গিয়ে বাংলায় রাজনৈতিক বদলের প্রার্থনা করেও কোনও লাভ নেই।'
আরও পড়ুন: দিলীপ ঘোষের বিরুদ্ধে যৌন হেনস্থার বিস্ফোরক অভিযোগ
গত লোকসভা ভোটে বাংলায় বিজেপি ঝড় লক্ষ্য করা যায়। ৪২টির মধ্যে ১৮টিতে জয় পান গেরুয়া দলের প্রার্থীরা। এরপর থেকেই উজ্জীবিত পদ্ম বাহিনী ২১-শে বাংলা দখলের রণকৌশল নির্ধারণে জোর দেয়। কিন্তু, সম্প্রতি বাংলার তিন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে ভরাডুবি হয় বিজেপির। এমনকী খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রটিও ধরে রাখতে ব্যর্থ হয় গেরুয়া দল। এই কেন্দ্র থেকেই ২০১৬ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষ। বিজেপির এই হারকে পুঁজি করেই ফের বাংলায় ঘুরে দাঁড়ানোর স্বাদ পেয়েছে জোড়া-ফুল শিবির।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন