হাথরাস ইস্যুতেই আপাতত তপ্ত রাজনীতির ময়দান। বিজেপির বিরুদ্ধে সরব বিরোধী শিবির। একদিকে কংগ্রেস সাংসদ রাহুল যখন নির্যাতিতার গ্রামে উপস্থিত, তখন কলকাতায় হাথরাসকাণ্ডের প্রতিবাদে মিছিল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করলেন বিজেপিকে। যার বিরুদ্ধে আবার বাংলার উদাহরণ টেনে পাল্টা সাফাই দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, 'যোগী সরকার হাথরাসকাণ্ডে প্রশাসনের পাঁচ আমলাকে সাসপেন্ডের সাহস দেখিয়েছে, কিন্তু বাংলায় এমন কোনও নজির কই। উল্টে এখানে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।'
বঙ্গ বিজেপি সভাপতি বলেন, 'উত্তরপ্রদেশের ঘটনায় পুলিশ সুপার থেকে জেসাশাসক, পুলিশ ইন্সপেক্টর সহ মোট পাঁচ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত চলছে। দ্রুত দোষীদের শাস্তি হবে। কিন্তু, বাংলায় কী ঘটে? এ রাজ্যের পাড়ায় পাড়য় খুন, ধর্ষণ হচ্ছে। অন্ধকারে মেয়েদের রাস্তায় বেরনোই বেশ ঝুঁকির। তাদের প্রতিনিয়ত শ্লীতহানির সম্মুখান হতে হচ্ছে। আর দিদিমনি কী বলছেন? উনি বলতেন, এগুলো দুষ্টু ছেলেদের কাজ।'
আরও পড়ুন- “রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে দেশ”, হাথরাস ইস্যুতে তোপ প্রতিবাদী মমতার
এই প্রসঙ্গে পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডের উদাহরণ টানের দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'পার্ক স্ট্রিটে ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। মহিলা আইপিএস অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল। উনিই আবার এত কথা বলছেন।'
আরও পড়ুন- হাথরাসকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ যোগীর
শুক্রবারই হাথরাসে যেতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হয় তৃণমূলের প্রতিনিধি দলকে। ওই ঘটনাকে তৃণমূলের 'নাটক' বলে তোপ দাগেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। পূর্ব মেদিনীপুরে দলীয় কাজের ফাঁকে দিলীপ ঘোষ বলেছেন, 'ধর্ষণের প্রতিবাদ করতে উত্তরপ্রদেশে চলে যাচ্ছেন তৃণমূল সাংসদরা। কিন্তু একবারও দেখেছেন কী শাসক দলের প্রতিনিধিরা এ রাজ্যে কোনও ধর্ষিতার কাছে গিয়েছেন। সুতরাং বাংলায় যদি খুন, ধর্ষণ বন্ধ করতে হয় তবে এই সরকারের চলে যাওয়া উচিত।'
একই ইস্যুতে জোড়া-ফুল শিবিরের বিরুদ্ধে সরব রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসুও। তৃণমূল প্রতিনিধিদের উত্তরপ্রদেশ যাওয়ার ঘটনাকে তিনিও 'নাটক' বলে দেগে দিয়েছেন। তাঁর দাবি, 'কামদুনির ঘটনার প্রতিবাদে কেন তৃণমূল পথে নামল না? রায়গঞ্জ, বসিরহাট, বনগাঁ, হলদিয়ার ঘটনার বিরুদ্ধেও তৃণমূল প্রতিবাদ মিছিল করেনি। তাহলে কেন উত্তরপ্রদেশের ঘটনার বিরুদ্ধে হল? সবটাই রাজনীতি হচ্ছে। পার্ক স্ট্রিটের ঘটনাকে কেন উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ছোট ঘটনা বলেছিলেন? মানুষ সব বোঝে।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন