আইটেম-মন্তব্য়ে অস্বস্তি বাড়ল কমলনাথের। বিজেপি নেত্রী ইমরতি দেবী সম্পর্কে ‘অশালীন’ মন্তব্য়ের জেরে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মধ্য়প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে নোটিস দিল নির্বাচন কমিশন। ৪৮ ঘণ্টার মধ্য়ে এ ব্য়াপারে জবাব দিতে হবে কংগ্রেস নেতাকে। এ ঘটনায় এর আগে গত সোমবার মধ্য়প্রদেশে মুখ্য় নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট তলব করে কমিশন । বিজেপি প্রার্থী সম্পর্কে মন্তব্য়ের জেরে কমলনাথের থেকে ব্য়াখ্য়া তলব করেছে জাতীয় মহিলা কমিশনও।
ঠিক কী বলেছিলেন কমলনাথ?
কংগ্রেস প্রার্থী সুরেশ রাজার সমর্থনে উপনির্বাচনের প্রচারে বিজেপি প্রার্থী ইমরতি দেবী সম্পর্কে কমলনাথ বলেন, ‘‘সুরেশ একজন সরল মানুষ, ওঁর (ইমরতি) মতো নন…আমি ওঁর কেন নাম নেব? আপনারা সকলে আমার থেকে ভাল করে জানেন ওঁকে। একজন আইটেম’’।
আরও পড়ুন: দলের ‘কমলে’র পাশেও নেই রাহুল, আইটেম-মন্তব্য়ে ‘ক্ষুব্ধ’ সোনিয়া-পুত্র
তুমুল বিতর্কের আবহে নিজের মন্তব্য়ের ব্য়াখ্য়া দিতে গিয়ে কমলনাথ বলেন, খামোকা এটাকে নিয়ে রাজনীতি করছেন মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
কংগ্রেস নেতা তথা মধ্য়প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর মুখে এ ধরনের মন্তব্য় দুর্ভাগ্য়জনক বলে সোচ্চার হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ বলেন, ‘‘কমলনাথজি আমার দলের নেতা। কিন্তু উনি যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন, তা ব্য়ক্তিগতভাবে পছন্দ করিনা…আমি সমর্থন করি না এটা…সে যিনিই হোন না কেন। এটা দুর্ভাগ্য়জনক’’। রাহুলের আরও সংযোজন, ‘‘আমার মনে হয়, মহিলাদের প্রতি আচরণ আরও ভাল করা দরকার…নারী আমাদের গর্ব। তাঁদের সুরক্ষিত রাখতেই হবে’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন