/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/ie-EC_aff4f1.jpg)
ঘোষণাটি ECI-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সরাসরি সম্প্রচার করা হবে।
Lok Sabha Election Schedule 2024: অপেক্ষার পালা শেষ….! আগামীকাল লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন শনিবার ২৪-এর আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করবে। কমিশনের তরফে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে একথা জানিয়েছে। আগামীকাল বিকাল ৩টেয় এক সংবাদ সম্মেলন ডেকেছে কমিশন।
নির্বাচন কমিশন শনিবার ২৪-এর আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করবে। পাশাপাশি বেশ কিছু রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। এ জন্য বিকাল ৩টেয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করতে চলেছে কমিশন।
Press Conference by Election Commission to announce schedule for #GeneralElections2024 & some State Assemblies will be held at 3 pm tomorrow ie Saturday, 16th March. It will livestreamed on social media platforms of the ECI pic.twitter.com/1vlWZsLRzt
— Spokesperson ECI (@SpokespersonECI) March 15, 2024
সূত্রের খবর, নির্বাচন কমিশনের আজকের বৈঠকে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনার পাশাপাশি স্পর্শকাতর এলাকা ও কোন রাজ্যে কত ফোর্স মোতায়েন করা উচিত তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও, বিভিন্ন দিক যেমন কতগুলি পর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে? কোন রাজ্যে নির্বাচন আগে অনুষ্ঠিত হবে এবং কোন রাজ্যে নির্বাচন পরে অনুষ্ঠিত হতে পারে তা নিয়েও বিশদে আলোচনা হয়েছে। নতুন ২ নির্বাচন কমিশনারকেও পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজই দায়িত্ব নিয়েছেন নতুন নির্বাচন কমিশনার সুখবীর সান্ধু এবং জ্ঞানেশ কুমার।
Press Conference by the Election Commission to announce the schedule for General Elections 2024 & some State Assemblies will be held at 3 pm tomorrow, 16th March. It will be live streamed on the social media platforms of the ECI: ECI pic.twitter.com/JVGGQfMYgw
— ANI (@ANI) March 15, 2024
আগামীকাল অর্থাৎ শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন আগামীকাল শনিবার বিকেল ৩টেয় এক সংবাদ সম্মেলন করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। নির্বাচন কমিশনের তরফে এই তথ্যা এক্স-এ পোস্ট করে জানানো হয়েছে।
নির্বাচন কমিশন তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানিয়েছে, 'কমিশন আগামীকাল ১৬ মার্চ বিকেল ৩টেয় লোকসভা নির্বাচন ২০২৪ এবং কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে। নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটি সরাসরি সম্প্রচার করা হবে'। কমিশনের তরফে বলা হয়েছে লোকসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে।
আরও পড়ুন : Electoral bonds data: ৬ হাজার কোটির বেশি রাজনৈতিক অনুদান বিজেপির! চমকে ওঠার মত তথ্য প্রকাশ্যে