scorecardresearch

সরকার গড়ার দাবি, ফড়নবিশকে সঙ্গে নিয়েই রাজভবনে যাচ্ছেন শিণ্ডে

মুম্বইয়ে একনাথ শিণ্ডে। জেড ক্যাটাগরির সুরক্ষা বলয় ঘিরে রেখেছে বিদ্রোহী শিবসেনা নেতাকে।

Eknath Shinde arrives in Mumbai, to meet Governor, Fadnavis updates
বৃহস্পতিবার চাটার্ড ফ্লাইটে মুম্বই এসে পৌঁছোন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিণ্ডে।

মহারাষ্ট্রের বিরোধী দল দেবেন্দ্র ফড়নবিশ এবং বিদ্রোহী সেনা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী একনাথ শিণ্ডে শীঘ্রই রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করবেন। ফড়নবিশ মহারাষ্ট্রে সরকার গঠনের দাবি জানাবেন। একইসঙ্গে শিণ্ডে তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে ফড়নবিশ নেতৃত্বাধানী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দেবেন।

বৃহস্পতিবারই মুম্বই ফিরেছেন একনাথ শিণ্ডে। জেড ক্যাটাগরির সুরক্ষা বলয় ঘিরে রেখেছে বিদ্রোহী শিবসেনা নেতাকে। মারাঠা রাজনীতিতে নাটক জমে উঠেছে। বৃহস্পতিবার শিণ্ডে নিজে মুম্বই এলেও তাঁর সঙ্গে থাকা সেনার বাকি বিদ্রোহী বিধায়করা গোয়াতেই রয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, শিণ্ডের তরফে গ্রিন সিগন্যাল মিললে তাঁরাও দ্রুত মুম্বই এসে পৌঁছবেন।

একনাথ শিণ্ডে গোষ্ঠীর বিধায়করা জানিয়েছেন, ইতিমধ্যেই বিজেপির সঙ্গে তাঁদের আলোচনা অনেক দূর এগিয়েছে। সব কিছু ঠিকঠাক চললে তাঁরাই সরকার গঠন করবেন। আজ একটি প্রেস বিবৃতিতে বিদ্রোহী সেনা শিবিরের মুখপাত্র দীপক কেসারকর বলেন, ”আমরা ২০১৯ সালের নির্বাচনে বিজেপির সঙ্গেই লড়েছিলাম। মহারাষ্ট্রের জনগণ আমাদের নির্বাচিত করেছেন। সেই সময়ের দেওয়া প্রতিশ্রুতি এবার আমরা পূরণ করতে যাচ্ছি।”

তিনি আরও জানিয়েছেন, উদ্ধব ঠাকরের পদত্যাগের বিষয়টিতে তাঁরা একেবারেই আনন্দিত হননি। তাঁর কথায়, ”ঠাকরেকে অসম্মান করার বা আঘাত করার কোনও কারণ নেই। কোনও সেনা সদস্যেরই ঠাকরে পরিবারকে গালিগালাজ করা উচিত নয়।”

আরও পড়ুন- সাগরপাড়ে নতুন অধ্যায়, গদি ছোঁয়ার প্রবল বাসনায় আহ্লাদে আটখানা পদ্ম নেতারা

এদিকে বৃহস্পতিবার সকালে টুইটে বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিণ্ডে জানিয়েছেন, তাঁরা এখনও মন্ত্রিসভা তৈরি নিয়ে বিজেপির সঙ্গে আলোচনা করেননি, তবে এবার শীঘ্রই সেই আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে। তবে বিজেপি যে দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বেই সরকার গঠনের দাবি জানাবে তা বিলক্ষণ জানেন শিণ্ডে। এদিন সেকথা গোপনও করেননি তিনি।

নতুন মহারাষ্ট্র সরকারে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ হলে উপ-মুখ্যমন্ত্রীর কুর্সিতে কী দেখা যাবে শিণ্ডেকে? সেপ্রশ্নের স্পষ্ট উত্তর এখনও অধরা। তবে ৩৯ সেনা বিধায়কের সমর্থন পকেটে পুরে একনাথ শিণ্ডে যে মারাঠা রাজনীতিতে একাই ঝড় তুলে দিয়েছেন তা এক কথায় মানছেন অনেকেই।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Eknath shinde arrives in mumbai to meet governor fadnavis updates