Advertisment

Election Commission: বিজেপির বিরুদ্ধে 'অ্যাকশনে' কমিশন, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ

Election Commission: মুখ্য নির্বাচন কমিশনের তরফে ঝাড়খণ্ড নির্বাচন কমিশনারকে রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়া টিমের এক্স এবং ফেসবুক পেজে পোস্ট করা বিজ্ঞাপনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
jharkhand BJP

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে "মিথ্যা এবং বিভ্রান্তিকর ভিডিও" প্রচারের অভিযোগ। দ্বিতীয় দফার ভোটের আগেই প্রবল অস্বস্তিতে বিজেপি।

Election Commission:  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে "মিথ্যা এবং বিভ্রান্তিকর ভিডিও" প্রচারের অভিযোগ। দ্বিতীয় দফার ভোটের আগেই প্রবল অস্বস্তিতে বিজেপি। কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অভিযোগের ভিত্তিতে, নির্বাচন কমিশন বিজেপির বিরুদ্ধে 'অ্যাকশন' নিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনের তরফে ঝাড়খণ্ড নির্বাচন কমিশনারকে রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়া টিমের এক্স এবং ফেসবুক পেজে পোস্ট করা বিজ্ঞাপনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় বিজেপি ঝাড়খণ্ডের তরফে পোস্ট করা ভিডিওটি "মিথ্যা এবং বিভ্রান্তিকর "  এমনই অভিযোগের পরিপ্রেক্ষিপ্তে তৎপর নির্বাচন কমিশন। কংগ্রেস এবং জেএমএমের তরফে অভিযোগ পাওয়ার পর, কমিশন রাজ্য নির্বাচন কমিশনারকে ভিডিওটি সরানোর নির্দেশ দেয়। এছাড়াও, ঝাড়খণ্ড বিজেপিকে একটি নোটিশ জারি করা হয়েছে এবং এর জবাব চাওয়া হয়েছে।

আগেও ২ বার খুনের চেষ্টা সুশান্তকে, তৃণমূল কাউন্সিলরকে হত্যার ছকের নেপথ্যে কোন গ্যাং?

বিজেপির পোস্টে বলা হয়েছে, "আমরা পুরো ঝাড়খণ্ডকে বদলে দেব।" নির্বাচন কমিশন বলেছে যে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অভিযোগ খতিয়ে দেখে, নির্বাচন কমিশন দেখতে পেয়েছে যে ঝাড়খণ্ড বিজেপি  প্রাথমিকভাবে জারি করা 'বিজ্ঞাপনটি' আদর্শ আচরণবিধির লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ। রাজ্য বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছে যে পোস্টটি অবিলম্বে সরিয়ে ফেলার।

সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুসারে, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ঝাড়খণ্ড বিজেপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় "মিথ্যা এবং বিভ্রান্তিকর" তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে এই বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়ের হওয়া সত্ত্বেও, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই ধরনের "বিভাজন"মূলক প্রচারে লিপ্ত রয়েছে।

কংগ্রেস নেতার অভিযোগ, “ফৌজদারি মামলা নথিভুক্ত হওয়া সত্ত্বেও, বিজেপি তার আগের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি সরিয়ে দেয়নি। তারা স্পষ্টতই ঝাড়খণ্ডে তাদের সাম্প্রদায়িক ও বিভেদমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, "আমরা আশা করি নির্বাচন কমিশন তাদের সোশ্যাল মিডিয়া ইনচার্জ সহ বিজেপি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।"

দিল্লির বাতাস 'অতি ভয়ানক'! দূষণের চাদরে ঢেকেছে রাজধানী, বন্ধ স্কুল-কলেজ, দমবন্ধকর পরিস্থিতি

ঝাড়খণ্ডে দুই দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে
ঝাড়খণ্ডে দুই দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। ১৩ নভেম্বর প্রথম দফায় ১৩টি আসনে ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফার ভোট আগামীকাল ২০ নভেম্বর। আগামীকাল রাজ্যের ৩৮ টি বিধানসভা আসনে ভোট হবে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামী ২৩ নভেম্বর। 

bjp CONGRESS jharkhand
Advertisment