প্রত্যেক হিন্দুর অন্তত ৫টি সন্তানের জন্ম দেওয়া উচিত। নিদান দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন তিনি। এ মাসের গোড়াতেই তিনি বলেছিলেন, স্বয়ং রামচন্দ্র এলেও ধর্ষণ ঠেকাতে পারবেন না।
তাঁর বক্তব্য, শিশুরা হল ঈশ্বরের দেওয়া প্রসাদ। পুরুষদের জন্য দুটি, মহিলাদের জন্য দুটি, এবং একটি অতিরিক্ত, এই হল সন্তান সম্পর্কে সুরেন্দ্র নিদান। বৈরিয়ার বিধায়কের দাবি, জন্মনিয়ন্ত্রণে যদি কোনও ব্যালান্স না থাকে, তাহলে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে।
সুরেন্দ্র বুধবার সাংবাদিকদের বলেছেন, ‘‘হিন্দুরা যখন শক্তিশালী হবে, তখনই ভারতও শক্তিশালী হবে। যদি হিন্দুরা দুর্বল হয়, তবে ভারতও হবে অশক্ত।’’
আরও পড়ুন, ‘‘রেপ ঠেকাতে পারতেন না রামও’’: বিজেপি বিধায়ক
সুরেন্দ্র সিংয়ের বিভিন্ন মন্তব্যের কারণে মাঝেমাঝেই বিড়ম্বনায় পড়ে উত্তরপ্রদেশের রাজ্য বিজেপি। এদিন তিনি বলেছেন,‘‘হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর জন্য নয়, নিজেদের দোষে।’’
এর আগে কৈরানা ও নুরপুর বিধানসভা উপনির্বাচনে দলের পরাজয়ের জন্য আদিত্যনাথ সরকারকে দুষেছিলেন সুরেন্দ্র। বলেছিলেন, ‘‘বিজেপি সরকার স্বচ্ছতা দিতে ব্যর্থ হয়েছে।’’ জেডিএউ নেতা কে সি ত্যাগীর সুরে সুর মিলিয়ে বিজেপি বিধায়ক এই দুই কেন্দ্রে দলীয় পরাজয়ের জন্য পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিকেই দায়ী করেছিলেন।
এর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনকে ‘ইসলাম বনাম ভগবান’-এর যুদ্ধ বলেও বর্ণনা করেছিলেন তিনি।