scorecardresearch

‘অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে আগে বুঝতে হবে সমস্যা কোথায়’

মোদী সরকারকে বিঁধে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘‘বেহাল অর্থনীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সরকার শুধু বিরোধীদের উপর দোষ চাপাতেই ব্যস্ত’’।

Manmohan Singh, 1984 sikh riots
মনমোহন সিং। ফাইল ছবি

দেশে বেহাল অর্থনীতি নিয়ে সোচ্চার হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশে অর্থনীতির ভিত মজবুত করার আগে কোথায় সমস্যা, তা আগে নির্মূল করতে হবে। আর্থিক সমস্যা মোকাবিলায় কোনও পদক্ষেপ গ্রহণ না করে বিরোধীদের উপর দোষ চাপাতেই ব্যস্ত সরকার, তাই সমস্যার সুরাহা হচ্ছে না। এ ভাষাতেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে দুষলেন মনমোহন সিং।

ঠিক কী বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এক সাংবাদিক বৈঠকে মনমোহন সিং বলেন, জনমোহিনী নীতি গ্রহণ করতে অনিচ্ছুক মোদী সরকার, যার প্রতিফলন ধরা পড়েছে নির্মলা সীতারমণের বিবৃতিতে। দেশের আর্থিক ভিত মজবুত করার আগে সমস্যার সুরাহা করতে হবে, কোথায় আসল গলদ, তা বুঝতে হবে। মোদী সরকারকে বিঁধে প্রাক্তন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘বেহাল অর্থনীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সরকার শুধু বিরোধীদের উপর দোষ চাপাতেই ব্যস্ত’’।

আরও পড়ুন: বিশ্ব ক্ষুধা সূচকে আরও অবনতি ভারতের, এগিয়ে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল

এদিকে, মঙ্গলবারই মনমোহন সিংয়ের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর মতে, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সবচেয়ে খারাপ সময় চলেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের জমানায়।

প্রসঙ্গত, দেশে আর্থিক মন্দা নিয়ে মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল। ক’দিন আগেই এ ইস্যুতে সমালোচনায় সরব হয়েছিলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পরকাল প্রভাকর। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে। এদিকে, আর্থিক মন্দা মানতে কার্যত নারাজ মোদীবাহিনী। কিছুদিন আগে দেশে গাড়ি বিক্রি কমার কারণ হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যুক্তি দিয়েছিলেন, নতুন প্রজন্ম অ্যাপ ক্যাব চড়েন বলেই তাঁরা গাড়ি কিনতে বিমুখ। এ নিয়েও বিস্তর জলঘোলা হয় জাতীয় রাজনীতিতে। এরপর সম্প্রতি হিন্দি সিনেমার ব্যবসার পরিসংখ্যান তুলে ধরে দেশের আর্থিক অবস্থা ভাল রয়েছে বলে দাবি করে বিতর্কে জড়ান কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। বিতর্কের জেরে পরে নিজের মন্তব্য ফেরান মন্ত্রী। এই প্রেক্ষাপটে যে ভাবে সরব হলেন মনমোহন সিং, তা তাৎপর্যপূর্ণ বলেই মত সংশ্লিষ্ট মহলের একাংশের।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Ex pm manmohan singh economy modi govt nirmala sitharaman