পুরসভা ভোটের আগেই তৃণমূলের দলীয় কোন্দল মাথাচাড়া দিল বর্ধমানে। প্রাক্তন কাউন্সিলরকে নিগ্রহের অভিযোগ উঠেছে খোদ তৃণমূলের স্থানীয় নেতার বিরুদ্ধে। অভিযোগ জমা পড়েছে থানায়। পরিস্থিতির উপর নজর রেখেছেন তৃণমূলের জেলা সভাপতিও।
পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরকে বেধরক মারধরের অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। দরজায় দরজায় ঘুরে জনসংযোগ কর্মসূচির সময়েই তাঁর ওপর আক্রমণ হানা হয়েছে বলে অভিযোগ করেছেন বর্ধমান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ডা. শঙ্খশুভ্র ঘোষ। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা নিমাই (মন্টু) মজুমদার-সহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও করেছেন ডাঃ ঘোষ। এছাড়া তিনি অভিযোগ জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছেও। দলের জেলা সভাপতি স্বপন দেবনাথ তদন্ত করে পুলিশকে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: মমতার পরম বন্ধুই কি এবার চরম শত্রু?
রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে বর্ধমান পুরসভারও নির্বাচন হওয়ার কথা। ফলে কে কে কাউন্সিলর পদে টিকিট পাবেন, কে পাবেন না তা নিয়ে চর্চা চলছে দলের অভ্যন্তরে। এরই মধ্যে দলের কর্মসূচি রূপায়ন করতে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল। শঙ্খশুভ্র ঘোষের বক্তব্য, "দলের নির্দেশে কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগের কাজ করছিলাম। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ আমাকে আক্রমণ শুরু করে দলেরই একাংশ। আমাকে প্রাণে মারর চেষ্টাও করা হয়। নিমাই ওরফে মন্টু মজুমদারের নেতৃত্বেই আমার ওপর হামলা হয়েছে। প্রচন্ড মারধর করেছে ওরা। পুরো বিষয়টা জেলা সভাপতিকে জানিয়েছি, পুলিশের কাছেও লিখিত অভিযোগও জমা করেছি।"
আরও পড়ুন: শহরে ছয়লাপ শোভনের পোস্টার, ‘খুশিতে ডগমগ’ বৈশাখী!
ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী তথা দলের জেলা সভাপতি স্বপন দেবনাথ বিষয়টি তদন্ত করে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পুলিশকে। স্বপন দেবনাথ বলেন, "আমরা খবর পেয়েছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানাকে বলেছি দলের পক্ষ থেকে। মন্টু বা সান্টু যেই এই ঘটনায় জড়িত থাকুক তাদের বিরুদ্ধে তদন্ত করে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। শঙ্খশুভ্রবাবুকে বলেছি, যাঁরা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে অভিযোগ করতে।"
সামনেই রাজ্যের পুরসভাগুলির নির্বাচন। এখনও পুরসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি। তবে শুরু হয়ে গিয়েছে প্রার্থী হওয়ার প্রতিযোগিতা। তাই এলাকার দখল নিতে গোষ্ঠীদ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন