নরেন্দ্র মোদীর গুজরাটে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত। বিজেপি শুধু ক্ষমতাতেই ফিরছে না, হই হই করে সিংহভাগ আসন দখলে রাখবে বলে ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস। তবে আসন সংখ্যায় অনেকটাই পিছিয়ে থাকবে হাত শিবির। গতবারের মতো বিজেপির কাছে নিঃশ্বাস ফেলতে পারবে না। পাশাপাশি, এত দৌড়ঝাঁপ করেও আম আদমি পার্টি খুব বেশি আসন পাচ্ছে না।
এদিকে, হিমাচল প্রদেশে ৩৭ বছরের ঐতিহ্য ভাঙতে চলেছে। একাধিক সমীক্ষক সংস্থার পূর্বাভাস, ফের ক্ষমতায় ফিরবে বিজেপি। এতদিন প্রত্যেক পাঁচ বছরে সরকারের পরিবর্তনের ভেঙে নয়া নজির হতে চলেছে। ৬৮ আসন বিশিষ্ট হিমাচল বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মুখে। হাড্ডাহাড্ডি লড়াই দেবে কংগ্রেস।
একমাত্র ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া পোলের পূর্বাভাস, কংগ্রেস ৩০-৪০ আসন পেয়ে বিধানসভা দখল করতে পারে। তবে হিমাচলে আপ কোনও লড়াইতেই থাকছে না। সবকটা সমীক্ষাই বলছে, অরবিন্দ কেজরিওয়ালের পার্টি পাহাড়ি রাজ্যে খাতা খুলতে পারবে না।
আরও পড়ুন দ্বিতীয় দফার নির্বাচনে ভোট দিলেন অমিত শাহ,পরিবর্তনের ডাক রাহুল গান্ধীর
১৮২ আসনের গুজরাট বিধানসভায় গতবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয় বিজেপি। ৯৯টি আসন পায় মোদীর দল। অন্যদিকে, কংগ্রেসের ঝুলিতে যায় ৭৭টি আসন। এবার বিজেপির আসন সংখ্যা অনেক বাড়বে বলে সমীক্ষায় ইঙ্গিত। পাল্টা কংগ্রেসের আসন ৪০-এ নেমে আসবে বলে পূর্বাভাস।
একাধিক সমীক্ষক সংস্থার পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে রেকর্ড সপ্তমবার গুজরাটে সরকার গড়বে বিজেপি। অন্যদিকে, সমীক্ষার রিপোর্টে কংগ্রেসের আরও খারাপ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। যদি সমীক্ষার ফল সত্যি হয় তাহলে মোদীর রাজ্যে এটাই হবে কংগ্রেসের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।