Advertisment

‘আমাদের রাজ্যপালের একটাই কাজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সন্তুষ্ট করা’

''রাজ্য়পালকে চ্য়ালেঞ্জ করছি, রেশন ব্য়বস্থায় দুর্নীতির একটা ঘটনা দেখান, যেখানে তৃণমূল ও দলের কেউ জড়িত''।

author-image
IE Bangla Web Desk
New Update
Governor West Bengal Jagdeep Dhankhar, রাজ্যপাল জগদীপ ধনকড়, অমিত শাহ, রাজ্যপাল অমিত শাহ বৈঠক, ধনকড় অমিত শাহ বৈঠক, Jagdeep Dhankhar AMIT SHAH meeting, অমিত শাহ ধনখড় বৈঠক, amit shah wb governor meeting, dhankar shah meeting, জগদীপ ধনখড়

রাজ্যপাল জগদীপ ধনকড় ও অমিত শাহ। ছবি: টুইটার।

করোনায় কাঁপছে বাংলা। করোনা পরিস্থিতিতে সরগরম রাজ্য় রাজনীতিও। মমতা সরকারের বিরুদ্ধে প্রায়শই সোচ্চার হচ্ছেন রাজ্য়পাল জগদীপ ধনখড়। রাজ্য়পালের সমালোচনা নিয়ে এবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে মুখ খুললেন কলকাতার মেয়র ও রাজ্য়ের পূর্তমন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisment

করোনা পরিস্থিতিতে রাজ্য়পাল যেভাবে মন্তব্য় করছেন, কী বলবেন?

করোনাভাইরাসের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়াইয়ে আহ্বান করেছেন মুখ্য়মন্ত্রী। প্রধানমন্ত্রীও একই আবেদন করছেন সকলের কাছে। সেখানে রাজ্য়পাল জগদীপ ধনখড়ের প্রতিহিংসাপরায়ণ আচরণ এই কঠিন পরিস্থিতিতে হাজার হাজার মানুষের মনোবল ভেঙে দিচ্ছে। এটা স্পষ্ট নয় যে একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে কিনা একটা সাংবিধানিক পদ।

বিজেপি সাংসদদের গৃহবন্দি করার সমালোচনা করেছেন রাজ্য়পাল, আপনার প্রতিক্রিয়া?

বিজেপি সাংসদরা নিজেরাই লকডাউন ভেঙেছেন। দিল্লি থেকে ফিরে একজন সাংসদ ১৪ দিনের কোয়ারেন্টিনে না থেকে সোজা নিজের কেন্দ্রে চলে গিয়েছিলেন। কমবেশি সব বিজেপি নেতারা একই কাণ্ড করছেন।

আরও পড়ুন: ‘করোনায় মৃত্যুসংখ্যা হিসেব করার লোক নেই বাংলায়’, রাজ্যপালের নিশানায় মমতা

পিডিএস কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছেন রাজ্য়পাল, কী বলবেন?

সসম্মানে রাজ্য়পালকে চ্য়ালেঞ্জ করছি, রেশন ব্য়বস্থায় দুর্নীতির একটা ঘটনা দেখান, যেখানে তৃণমূল ও দলের কেউ জড়িত। লকডাউনের জেরে হয়তো রেশন বিলিতে কোনও সমস্য়া হতে পারে, কিন্তু এটা দুর্নীতি নয়। মুখ্য়মন্ত্রী নিজে ওই বিভাগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছেন। সমস্য়া জানার পরে ওই দফতরের সচিবের বিরুদ্ধে ব্য়বস্থা নিয়েছেন। রেশন ব্য়বস্থাকে স্বাভাবিক করতে সবরকম ব্য়বস্থা করছে সরকার।

রাজ্য়পাল ও বিরোধীরদের অভিযোগ, রাজ্য়ে পর্যাপ্ত করোনা পরীক্ষা হচ্ছে না, সরকার তথ্য় গোপন করছে

তথ্য় আড়াল করার কোনও প্রবৃত্তি নেই সরকারের। রাজ্য়পাল ও বিজেপি একসুরে কথা বলছে। সরকার কেন তথ্য় লুকোবে? মানুষের সঙ্গে থেকে অতিমারীর বিরুদ্ধে লড়াই করছে সরকার। কেন্দ্রের থেকে কোনওরকম সাহায্য় পাচ্ছে না রাজ্য়।

আরও পড়ুন: ‘বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে’, করোনায় চাঞ্চল্য়কর অভিযোগ মমতার

পক্ষপাতদুষ্ট আচরণ করা হচ্ছে বলে রাজ্য়পালের বিরুদ্ধে লোকসভায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদরা, কী বলবেন?

গণতান্ত্রিক কাঠামোয়, সাংসদরা এটা করেছেন। শুধু সরকার বা দল নয়, গোটা পশ্চিমবঙ্গ জানে, রাজ্য়পাল পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।

বহুবার দেখা গিয়েছে, বিলে সই করতে রাজি হননি রাজ্য়পাল...

আমাদের রাজ্য়পালের একটাই কাজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সন্তুষ্ট করা। সেটা করতে, বিজেপির নির্দেশ মেনে একই কাজ করে চলেছেন রাজ্য়পাল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment