/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/Rahul_Gandhi.jpg)
টি শার্ট পরে 'ভারত জোড়ো' যাত্রায় ঠান্ডার মধ্যেই হাঁটছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তা-ই নিয়ে আলোচনা নেহাত কম হচ্ছে না। আর, তাই নিয়ে যেন একটা বিরাট আলোচনার বিষয় খুঁজে পেয়েছেন, এমন ভাব করছেন বিজেপি নেতারা। রীতিমতো বাজার গরম করার ভঙ্গীতে রাহুলের ছবি ছেপে তাঁরা বলছেন, কংগ্রেস নেতা একাধিক পোশাক গায়ে চাপিয়ে পদযাত্রায় হাঁটছেন। তাঁর বাইরের পোশাকের ভিতরে রয়েছে ঠান্ডা রোখার পোশাক।
The cat is out of the bag! The sleeveless thermal & buttoned up T Shirt exposes the fake narrative of liar @RahulGandhi.
Feeling cold in winter is normal! It was nothing but an attention seeking gimmick for fake publicity. pic.twitter.com/jrJuiOWkNZ— Manjinder Singh Sirsa (@mssirsa) January 7, 2023
এই আলোচনায় ঢুকে পড়া বিজেপি নেতাদের দাবি, এটাই প্রমাণ করছে যে রাহুল গান্ধী কতটা জালি লোক। এমন ধরনের জনসম্পর্কহীন বিষয়কে বেশ উপভোগ করছেন কংগ্রেস নেতাদের একাংশও। তাঁরাও রাহুলের পোশাক বিতর্কে অংশ নিয়েছেন। একইসঙ্গে বিজেপি নেতাদের প্রতি তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেছেন, বিজেপির লোকজন আসলে অন্ধ ভক্তের দল। আর, যাঁরা পোশাক ইস্যুতে রাহুলকে আক্রমণ করছেন, তাঁরা সব উন্মাদ লোকজন।
Bhakts are a desperate breed
They are actually collectively zooming in and taking screenshots of RG, his ‘neck’ and ‘chest’, ‘wrinkles’ on his T-shirt
These desperadoes! 😆 https://t.co/IQqddo2lGd— Supriya Shrinate (@SupriyaShrinate) January 7, 2023
দিল্লির প্রাক্তন বিধায়ক এবং বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা রাহুলের পোশাক বিতর্কে অংশ নিয়ে নিজেকে প্রচারের আলোয় নিয়ে আসতে চাইছেন। রাহুলের টি-শার্টের কলারের ছবি জুম করে টুইটের পর সিরসা বলেছেন, 'বিড়াল বেরিয়ে পড়েছে। স্লিভলেস থার্মাল আর বোতামযুক্ত টি শার্ট প্রমাণ করছে, @ রাহুল গান্ধী একজন প্রতারক। শীতে ঠান্ডা লাগা স্বাভাবিক! সেখানে প্রচার পাওয়ার জন্য ছলচাতুরি করে সকলের মনোযোগ আকর্ষণ করার কোনও দরকার ছিল না।'
আরও পড়ুন- বিস্মিত বিশ্ব! শিখ শিশুদের জন্য মাল্টি স্পোর্টস হেলমেট বানালেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা
নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করে প্রীতি গান্ধী নামে একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ঠান্ডা রোখার পোশাক তপস্বী ভিতরে পরছেন, জানা গেল।' পালটা প্রতিক্রিয়ায় কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, 'ভক্তরা আসলে একটি মরিয়া জাতি। তারা মিলিতভাবে ছবি জুম করছে। টি শার্টে আরজি, ঘাড়, বুক-এর স্ক্রিনশট প্রকাশ করছে। ওরা বেপরোয়া!' কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের জাতীয় আহ্বায়ক রুচিরা চতুর্বেদী বলেছেন, 'সাদা টি-শার্টের জন্য ২ টাকার ট্রোলকারীরা যে কেন এত ব্যস্ত, কে জানে!'
Read full story in English