মোদীর উপর গোঁসা, টিকিট না পেয়ে রাজনীতি ছাড়লেন প্রবীণ বিজেপি নেতা
২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হর্ষ বর্ধন চাঁদনি চক থেকে সাংসদ হন। নরেন্দ্র মোদী সরকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।
Harsha Vardhan quits politics: গতকালই লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায় তাতে নাম নেই প্রবীণ বিজেপি নেতা হর্ষ বর্ধনের। এবার সরাসরি রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেছেন ভারতের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন।
Advertisment
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। দিল্লির চাঁদনি চক আসন থেকে বর্তমানে তিনি বিজেপির সাংসদ। তিনি দুবার এই আসন থেকে লোকসভা থেকে নির্বাচনে জয়ী হন। ২৪-এর আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম দফার যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি তাতে দেখা যায় হর্ষ বর্ধনের জায়গায় প্রবীণ খান্ডেলওয়ালকে টিকিট দিয়েছে বিজেপি। এরপরই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন হর্ষ বর্ধন।
দিল্লির চাঁদনি চক লোকসভার আসনের বর্তমান সংসদ তথা বিজেপি নেতা হর্ষবর্ধন ফের চিকিৎসক হিসাবেই কাজ চালিয়ে যাবেন বলেই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হর্ষ বর্ধন চাঁদনি চক থেকে সাংসদ হন। নরেন্দ্র মোদী সরকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। দিল্লির এই আসনটি থেকে এবার প্রবীণ খাণ্ডেলওয়ালকে প্রার্থী করেছে বিজেপি।
গতকাল, বিজেপি দিল্লির পাঁচটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং বর্তমান চার সংসদ হর্ষ বর্ধন, পশ্চিম দিল্লির থেকে পারভেশ ভার্মা, দক্ষিণ দিল্লির রমেশ বিধুরি এবং নয়াদিল্লি থেকে মীনাক্ষী লেখিকে টিকিট দেয়নি দল।