Advertisment

চাপে চুপ? এনআরসি প্রসঙ্গে মুখে কুলুপ বিজেপি-মোদী সরকারের

গিরিডি, দেওঘর, মহাগামা, পাকুরের জনসভায় নাগরিকত্ব আইন নিয়ে সরব হলেও অমিত শাহ এনআরসি নিয়ে টু-শব্দটি করেননি। উল্টে মেরুকরণ প্রক্রিয়ায় ভোট টানতে ফের রামের দ্বারস্থ তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অমিত শাহ ও নরেন্দ্র মোদী।

সিএএ নিয়ে আক্রমণাত্মক হলেও চাপের মুখে এনআরসি নিয়ে আপাতত ধীরে চলো নীতি অবলম্বন করেছে বিজেপি।

Advertisment

নাগরিকত্ব আইন ঘিরে দেশের নানা প্রান্তে বিক্ষোভ দানা বেঁধেছে। নাগরিকত্বের এই নয়া আইন ধর্মের ভিত্তিতে তৈরি বলে সরব বিরোধী শিবির। তবে, এই আইন নিয়ে আপসে রাজি নয় গেরুয়া বাহিনী। উল্টে, নাগরিকত্ব আইনকে পুঁজি করেই ভোটবাক্সে ডিভিডেন্ট পেতে মরিয়া মোদী-শাহ জুটি।

নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করছে কংগ্রেস। আইন প্রত্যাহারের দাবিতে সরব তারা। সোচ্চার তৃণমূল কংগ্রেস। বাংলায় নয়া আইন ও এনআরসি লাগু হবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই ঘোষণা করেছে দেশের কংগ্রেস ও বিজেপি বিরোধী দল পরিচালিত বেশিরভাগ রাজ্য সরকারগুলি। এই পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইনের গুরুত্ব বোঝাতে মাঠে নেমেছেন মোদী-শাহরা।

আরও পড়ুন: সারা দেশে এনআরসি ২০২৪ এর মধ্যে, ঘোষণা অমিত শাহের

ঝাড়খণ্ডের প্রচারে একাধিকবার সিএএ নিয়ে মুখ খুলেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিরোধিরা দেশবাসীকে নয়া বিল নিয়ে ভুল বোঝাচ্ছে বলেও দাবি করেন তিনি। কিন্তু, নাগরিক পঞ্জীকরণ বা এনআরসি নিয়ে আপাতত বিশেষ মুখ খুলছেন না কোনও বিজেপি নেতৃত্বই। সিএএ ও এনআরসিকে পৃথক দু'টি বিষয় হিসাবেই এখন তুলে ধরছে পদ্ম শিবির। দেশজুড়ে প্রবল বিতর্ক প্রশমন করতে আপাতত এই কৌশলই অবলম্বন করছে কেন্দ্রীয় শাসক দলটি।

এনআরসি কবে হবে? জবাবে গত নভেম্বরেও এই প্রশ্নে সুর চড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন সিএএ সম্পন্ন হলেই দেশে এনআরসি লাগু হবে। অনুপ্রবেশকারীদের এই দেশ থেকে তাড়ানো হবেই। লোকসভাতেও তা জানিয়েছিলেন শাহ। চলতি মাসের শুরুতেও কংগ্রেসকে খোঁচা দিয়ে ঝাড়খণ্ডের প্রচার বিজেপি সভাপতি বলেছিলেন, 'ওরা বলছে এনআরসি লাগু না করতে। কিন্তু ২০২৪-এর মধ্যে গোটা দেশে এনআরসি হবে। অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া যাবে না। তবে, এতে সংখ্যালঘুদের ভয় পাওয়ার কিছু নেই।' তবে, সময় এগোতেই এনআরসি নিয়ে কড়া সুর কমেছে। গিরিডি, দেওঘর, মহাগামা, পাকুরের জনসভায় নাগরিকত্ব আইন নিয়ে সরব হলেও অমিত শাহ এনআরসি নিয়ে টু-শব্দটি করেননি। উল্টে মেরুকরণ প্রক্রিয়ায় ভোট টানতে ফের রামের দ্বারস্থ হয়েছেন তিনি। গত সোমবারই তাঁর ঘোষণা ছিল 'আগামী ৪ মাসের মধ্যেই অয়োধ্যায় সুবিশাল রাম মন্দির গড়ে উঠবে।'

আরও পড়ুন: ধর্মের ভিত্তিতে এনআরসি নয়, সংসদে দাবি অমিত শাহ-র

নাগরিক পঞ্জীকরণ নিয়ে কেন এমন কৌশল বিজেপির?
কেন্দ্রীয় সরকারের দাবি, নাগরিকত্ব আইনের দ্বারা প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা সেদেশের ছয় ধর্মের খ্যালঘুদের নাগরিক্ত দেওয়া হবে। তাদের এই দাবি মেনে নিয়েছে বেশিরভাগ এনডিএ শরিক। জেডিউই থেকে অকালি দল নিজেদের রাজ্যে তা প্রয়োগ করবে বলেও জানিয়েছে। এমনকী শিবসেনা, বিজেডি-র মত দলেরাও লোকসভায় বিলের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু, বিরোধীদের সঙ্গে এনআরসি মানতে রাজি নয় বিজেপির বন্ধু বেশ কয়েকটি দল। আসামে বিক্ষোভ শুরু হতেই এনআরসি নিয়ে অবস্থান বদল করেছে এনডিএ শরিক অগপ। নীতীশ কুমার জানিয়েছেন বিহারে এনআরসি লাগু করবেন না। আর এতেই বেকায়দায় গেরুযা শিবির। এছাড়া, এনআরসি নিয়ে প্রচার করে মহারাষ্ট্র, পাঞ্জাব, বাংলা সহ দেশের বাকি উপনির্বাচনগুলিতে ফল ভাল হয়নি দলের। আপাতত তাই এনআরসি প্রসঙ্গে মুখে কুলুপ বিজেপি ও মোদী সরকারের।

দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা সব দলের সাংসদের চিঠি লিখে এলাকার শরণার্থীদের নাম তালিকাভূক্ত করতে অনুরোধ করেছেন। এদেরই নাগরিক্তব দেওয়া হবে। কৌশলে এই চিঠিতেও এনআরসি প্রসঙ্গে এড়িয়ে যাওয়া হয়েছে।

কিন্তু, এই অবস্থা বেশিদিন বজায় থাকবে না বলে মনে করছেন বিজেপির সহ সম্পাদক পি মুরলীধর রাও। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, 'ভারতীয় মুসলমানরা কখনোই চাইবে না এদেশে পাকিস্তান থেকে মুসলিমরা আসুক। বিরোধী শিবির আপাতত এই নিয়ে জলঘোলা করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও তা কাজে লাগবে না।' তাদের আশা, কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন ফের এনআরসির পক্ষে সরব হবেন গেরুয়া নেতৃত্ব।

Read the full story in English

bjp PM Narendra Modi amit shah nrc
Advertisment