Advertisment

মহারাষ্ট্র-হরিয়ানায় ফের গেরুয়াঝড়! ইঙ্গিত এগজিট পোলের

ভোট মিটতেই সামনে এল এগজিট পোলের ফলাফল। যেখানে দেখা যাচ্ছে, দুই রাজ্যের সিংহাসনেই ফিরতে চলেছে গেরুয়াশিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
Haryana Assembly Election Result, Maharashtra Election Result 2019, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন, হরিয়ানায় বিধানসভা নির্বাচন

দেবেন্দ্র ফড়নবীশ, শরদ পাওয়ার, মনহোরলাল খট্টর, উদ্ধব ঠাকরে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজেপির দখলেই থাকছে মহারাষ্ট্র ও হরিয়ানা! এমন ইঙ্গিতই দিচ্ছে এগজিট পোল। ভোট মিটতেই সামনে এল এগজিট পোলের ফলাফল। যেখানে দেখা যাচ্ছে, দুই রাজ্যের সিংহাসনেই ফিরতে চলেছে গেরুয়াশিবির। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোল অনুযায়ী মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে এবার ১০৯-১২৪টি আসনে জিতবে ফড়নবীশ শিবির। শিব সেনা পাবে ৫৭-৭০টি আসন। ৪০-৫০টি আসনে জিততে পারে এনসিপি। কংগ্রেসের হাতে থাকতে পারে ৩২-৪০টি আসন। সিএনএন নিউজ ১৮ ও আইপিএসওএসের এগজিট পোল অনুযায়ী, বিজেপি-শিবসেনা জোট পেতে পারে ২৪৩টি আসন, কংগ্রেস-এনসিপি পেতে পারে ৪১টি আসন, অন্যান্যরা পেতে পারে ৪টি আসন।

Advertisment

মহারাষ্ট্রের পাশাপাশি হরিয়ানাতেও আবার পদ্মফুল ফুটতে চলেছে। টাইমস নাওয়ের এগজিট পোলের ফল অনুযায়ী, ৯০টি আসনের মধ্যে সে রাজ্যে বিজেপি পেতে পারে ৭১টি আসন, কংগ্রেস জিততে পারে মাত্র ১১টি আসন, অন্যান্যরা জিততে পারে ৮টি আসন। খালি হাতে গণনাকেন্দ্র থেকে ফিরতে হতে পারে আইএনএলডি-অকালিকে। ইন্ডিয়া নিউজ-পোলস্ট্র্যাটের এগজিট পোলে হরিয়ানায় বিজেপি জিততে পারে ৭৫-৮০টি আসন, কংগ্রেস দখল করতে পারে ৯-১২টি আসন, শূন্য কিংবা ১টি আসন পেতে পারে আইএনএলডি-অকালি, অন্যান্যরা জিততে পারে ১-৩ টি আসন।

আরও পড়ুন: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোট দিল বলিউড, বিকেল অবধি ভোটদানের হার ৩১.৫ শতাংশ

প্রসঙ্গত, মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসন ও হরিয়ানার ৯০টি আসনে এদিন এক দফায় ভোটগ্রহণ পর্ব চলে। দুই রাজ্যেই বিজেপি-র ভোটে ইস্যু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জাতীয়তাবাদ। শেষ পর্যন্ত এগজিট পোলের ফল বাস্তবে মেলে কিনা সেজন্য অপেক্ষা করতে হবে ২৪ অক্টোবর পর্যন্ত। ওই দিনই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ।

Read the full story in English

Maharashtra
Advertisment