Hemant Soren Oath: ঝাড়খণ্ডের ১৩তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সরেনও তাঁর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত সোরেন। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন তাকে শপথ বাক্য পাঠ করান। হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের ১৩ তম মুখ্যমন্ত্রী হিসাবে এদিন শপথ নেন। শপথ অনুষ্ঠানে হেমন্ত সোরেনের বাবা এবং জেএমএম সুপ্রিমো শিবু সোরেন, তার মা রূপী সোরেন, স্ত্রী কল্পনা সোরেন এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন জোটের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বুধবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া চম্পাই সোরেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাঁচ মাস আগে আচমকাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। ঠিক তার পর ইডির হাতে গ্রেফতার হন হেমন্ত সোরেন। তাঁর জায়গায় চম্পাই সোরেনকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়। বুধবারই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চম্পাই সোরেন। চম্পাই সোরেনের পদত্যাগের পরই রাজ্যপাল হেমন্ত সোরেনকে রাজ্যে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান।
মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভাসহ আজ শপথ নেবেন বলে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য। ক্ষমতাসীন জোটের ৪৫ জন বিধায়ক হেমন্ত সোরেনকে দলের নেতা নির্বাচিত করার পরে চাম্পাই বুধবার তার পদত্যাগপত্র জমা দিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। হেমন্তকে গ্রেফতারের পাঁচ মাস পর ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট তাকে জামিন দেওয়ায় তিনি জেল থেকে মুক্তি পান।
আজ সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেনহেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) কার্যকারী সভাপতি হেমন্ত সোরেন তার দলের নেতৃত্বাধীন জোটের বিধায়কদের মধ্যে ঐকমত্যের পরে তৃতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কুর্সিতে বসলেন।
আরও পড়ুন : < Mukul Roy: বাড়িতে পড়ে গিয়ে অজ্ঞান, মুকুল রায়কে ভর্তি করানো হল হাসপাতালে, এখন কেমন আছেন? >
এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন। ২০১৩ সালে তিনি প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হন। এর পরে, ২০১৯ সালে, জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট হেমন্ত সোরেনের নেতৃত্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তিনি দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন। হেমন্ত সোরেন হলেন তৃতীয় নেতা যিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এর আগে, তাঁর বাবা শিবু সোরেন এবং বিজেপির অর্জুন মুন্ডা তিনবার করে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।