Hemant Soren JMM News: কুড়মি সম্প্রদায়ের প্রভাবশালী নেতা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, প্রাক্তন সাংসদ শৈলেন্দ্র মাহাতো এবং তাঁর স্ত্রী প্রাক্তন সাংসদ আভা মাহাতো মঙ্গলবার রাঁচিতে হঠাৎ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করেন। এ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। হেমন্তকে পথ দেখান শৈলেন্দ্র মাহাতোও। এই বৈঠককে তাঁদের মোর্চায় ফেরার লক্ষণ হিসেবে ধরা হচ্ছে। বর্তমানে এই দুই নেতাই বিজেপিতে রয়েছেন।
কুড়মি সমাজের নেতা হিসেবে তাঁদের পরিচয়
তাঁরা কুড়মি নেতা হিসেবে স্বীকৃত। বিধানসভা নির্বাচনে, আভা মাহাতো বহরগোড়া বিধানসভা থেকে বিজেপির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি করেছিলেন, কিন্তু তিনি টিকিট পাননি। এ কারণে দলের ওপর ক্ষুব্ধ এই দুই নেতা। শৈলেন্দ্র মাহাতোর সঙ্গে থাকা তাঁর এক সঙ্গীর মতে, ভাই ও বউদির ঘরওয়াপসির ফেরার বিষয়ে আলোচনা হয়েছে। তাঁরা দুজনই শীঘ্রই জেএমএমে ফিরে আসতে পারেন। এমনটা হলে তা বিজেপির জন্য বড় ধাক্কা প্রমাণিত হবে।
আরও পড়ুন শপথের পরই 'অ্যাকশনে' হেমন্ত সোরেন, শহীদ অগ্নিবীরের ভাইকে চাকরি, পরিবারকে ১০ লাখ ক্ষতিপূরণ
এখানে, শৈলেন্দ্র মাহাতোকে যখন এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি জেএমএমে ফিরছেন কিনা। এ বিষয়ে প্রাক্তন সাংসদ শৈলেন্দ্র মাহাতো বলেন, 'এখন আমরা বরিষ্ঠ হয়ে গেছি। এ কারণে রাজ্য ভালভাবে চালানোর জন্য আমাদের যুবা মুখ্যমন্ত্রীর কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলাম। রাজ্যের যুবকরা ভবিষ্যতেও মুখ্যমন্ত্রীকে সমর্থন করে যাবে।'
এই জেএমএম নেতারাও অতীতে বিজেপিতে যোগ দিয়েছিলেন
বলে রাখা ভাল, অনেক বিজেপি নেতা অতীতে জেএমএমে ফিরে এসেছেন। প্রাক্তন বিধায়ক লুইস মারান্ডি, প্রাক্তন বিধায়ক লক্ষ্মণ টুডু, প্রাক্তন বিধায়ক কুণাল শারাঙ্গি, সেরাকেলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি প্রার্থী গণেশ মাহালি, পূর্ব সিংভূম বিজেপি জেলা সভাপতি বারি মুর্মু, বিজেপি নেতা বাস্কো বেসরা ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় ফিরে এসেছেন।