Advertisment

Hemant Soren: শপথের পরই 'অ্যাকশনে' হেমন্ত সোরেন, শহীদ অগ্নিবীরের ভাইকে চাকরি, পরিবারকে ১০ লাখ ক্ষতিপূরণ

Hemant Soren: দায়িত্ব নেওয়ার পরই 'অ্যাকশন মোডে' সোরেন। রাজ্যে নিহত সেনাবাহিনীর শহীদ অগ্নিবীর অর্জুন মাহাতোর ভাই বলরাম মাহাতোর হাতে সরকারি চাকরির নিয়োগ পত্রের পাশাপাশি পরিবারকে ১০ লাখ টাকার ক্ষতিপূরণ বাবদ তুলে দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Chief Minister Hemant Soren

শপথের পরই 'অ্যাকশনে' হেমন্ত সোরেন, শহীদ অগ্নিবীরের ভাইকে চাকরিসহ ১০ লাখ ক্ষতিপূরণ

Hemant Soren:  শপথের পরই 'অ্যাকশনে' হেমন্ত সোরেন, শহীদ অগ্নিবীরের ভাইকে চাকরিসহ ১০ লাখ ক্ষতিপূরণ

Advertisment

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঝাড়খণ্ডের  মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত সোরেন। এর পাশাপাশি, চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই 'অ্যাকশন মোডে' সোরেন। রাজ্যে নিহত সেনাবাহিনীর শহীদ অগ্নিবীর অর্জুন মাহাতোর ভাই বলরাম মাহাতোর হাতে সরকারি চাকরির নিয়োগ পত্রের পাশাপাশি পরিবারকে ১০ লাখ টাকার ক্ষতিপূরণ বাবদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান্ডেয়ার বিধায়ক কল্পনা সোরেন এবং চন্দনকিয়ারির বিধায়ক উমাকান্ত রাজাক। 

অর্জুন কুমার মাহাতো, ঝাড়খণ্ডের বোকারো জেলার অন্তর্গত চন্দনকিয়ারি ব্লকের বাসিন্দা, সেনাবাহিনীতে অগ্নিবীর হিসাবে কর্মরত থাকাকালীন ২২ নভেম্বর অসমের শিলচরে এনকাউন্টারের শহীদ হন। নিহত অগ্নিবীর পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করে মুখ্যমন্ত্রী বলেন,  আমাদের মন্ত্রিসভা এর আগে নিহত অগ্নিবীর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছিল।

তিনি বলেন, চন্দনকিয়ারির বাসিন্দা অগ্নিবীরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং এই মুহূর্তে আমরা তার পরিবারের পাশে দাঁড়িয়েছি। তার ভাইকে বোকারো জেলা কালেক্টরেটের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োগ পত্র তুলে দেওয়া হল। সরকারি আধিকারিকদের তাদের পরিবারকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

CM Hemant Soren
Advertisment