Advertisment

রামপুরহাট-কাণ্ডের রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, বাংলায় আসছে কেন্দ্রীয় দল: সুকান্ত

রামপুরহাট 'গণহত্যা' নিয়ে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়েছেন বিজেপির সংসদীয় প্রতিনিধি দল।

author-image
IE Bangla Web Desk
New Update
Home Ministry ask report within 72 hours in Rampurhat massacre, said Bjp Sukanta Majumdar

রামপুরহাটের ঘটনা নিয়ে অমিত শাহকে নালিশ সুকান্ত মজুমদারদের।

রামপুরহাটের ঘটনায় রাজ্যে প্রতিনিধিদল পাঠাচ্ছে বিজেপি। প্রতিনিধিদলে এরাজ্য থেকে আছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন পুলিশকর্তা তথা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ। এছাড়াও আছেন উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশপ্রধান তথা রাজ্যসভার বিজেপি সাংসদ ব্রজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার তথা লোকসভা সাংসদ সত্যপাল সিং ও কর্নাটকের প্রাক্তন পুলিশকর্তা তথা রাজ্যসভার সাংসদ কেসি রামমূর্তি।

Advertisment

রামপুরহাটের ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রিপোর্ট পেলেই রাজ্য়ে কেন্দ্রীয় দল পাঠানো হবে। এমনই দাবি করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। মঙ্গলবার দিল্লিতে সুকান্ত মদুমদার, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়রা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন।

রামপুরহাটের ঘটনা নিয়ে শাহকে নালিশ জানান বিজেপি নেতারা। অমিত শাহ রামপুরহাটের ঘটনা অত্যন্ত মন দিয়ে শুনেছেন। গোটা ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমাদার।

দিল্লির পাশাপাশি রামপুপরহাটের ঘটনার আঁচ পড়েছে কলকাতাতেও। রাজ্যে রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। মঙ্গলবার বিধানসভায় রামপুরহাটের 'গণহত্যা' নিয়ে তাঁরা সুর চড়ান। বিজেপি বিধায়কদের বক্তব্যে বাধা দেওয়ার অভিযোগ ওঠে সরকারপক্ষের বিরুদ্ধে।

আরও পড়ুন- ‘রামপুরহাটে গণদাহ-গণহত্যা’, কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু

পরে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে বেরিয়ে মিছিলও করতে দেখা যায় বিজেপি বিধায়কদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামপুরহাট-কাণ্ডের দায় নিয়ে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপও দাবি করেছেন শুভেন্দু।

আরও পড়ুন- রামপুরহাট ‘গণহত্যা’, রাজনৈতিক দ্বন্দ্বের অভিযোগ ওড়ালেন ডিজি

অন্যদিকে, এদিনই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রামপুরহাটের ঘটনা নিয়ে নালিশ জানান বিজেপি সাংসদরা। দলের রাজ্য সভপাতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়রা দেখা করেন অমিত শাহের সঙ্গে। পরে সাংবাদিকদের সুকান্ত মজুমদার বলেন, 'রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্যের কাছে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।' সেই রিপোর্ট পেলেই বাংলায় স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় দল পাঠাবে বলেই শাহ তাঁদের জানিয়েছেন। এমনটাই দাবি করেছেন সুকান্ত।

আরও পড়ুন- রামপুরহাট ‘গণহত্যা’: ‘বাংলায় প্রতিদিন খুন, তৃণমূলের ঝাণ্ডা ধরেও নিরাপদ নন কেউ’, তোপ সেলিমের

যদিও রামপুরহাটের ঘটনায় রাজনৈতিক দ্বন্দ্ব নেই বলেই জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বঙ্গ পুলিশের এই শীর্ষ কর্তা। রামপুরহাটে মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিজি নিজেই মঙ্গলবার সন্ধেয় রাপুরহাটে পৌঁছবেন। রামপুরহাট কাণ্ডের তদন্ত করছে সিট। জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে সিট এই ঘটনার তদন্ত করছে।

tmc amit shah Home Ministry Sukanta Majumder
Advertisment