scorecardresearch

বড় খবর

মাঝরাতে শুনানি বিচারপতির বাড়িতে, নাটকীয় মোড়, স্বস্তি পেলেন বিজেপি নেতা?

এর আগে নিম্ন আদালত এই বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

Hours after warrant, Bagga gets Punjab High Court relief, No coercive action until May 10
বিজেপি নেতার বিরুদ্ধে আগে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নিম্ন আদালত।

মোহালি আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির কয়েক ঘন্টার মধ্যে দিল্লির বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গাকে বড়সড় স্বস্তি দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। শনিবার গভীর রাতের জরুরি শুনানিতে আপাতত স্বস্তিতে বিজেপি নেতা। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১০ মে। পরবর্তী শুনানির আগে পর্যন্ত তাজিন্দর সিং বাগ্গার বিরুদ্ধে জবরদস্তিমূলক কোনও ব্যবস্থা নিতে পারবে না পুলিশ, এমনই জানিয়ে দিল উচ্চ আদালত।

বাগ্গার আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট অনিল মেহতা জানিয়েছেন, তাঁর মক্কেলের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছিল। বাগ্গার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের জন্য আবেদনের আগামী ১০ মে শুনানি হবে। দিল্লি বিজেপির মুখপাত্র তাজিন্দর সিং বাগ্গার গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ নিয়ে শনিবার গভীর রাতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি অনুপ চিটকারা তাঁর বাসভবনে শুনানি করেন।

হাইকোর্টের এই রায়ের পর পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল আনমোল রত্তন সিধু “আমরা ১০ মে পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা কার্যকর করছি না। আমরা আদালতকে বলেছি তাঁকে গ্রেফতারের বিষয়ে আমাদের কোনও তৎপরতা এখন নেই। অতএব, আমরা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতেই পারি।”

আরও পড়ুন- আপের জোয়ার জম্মু-কাশ্মীরেও, সমর্থকদের নিয়ে যোগ তিন বারের বিধায়কের

আদালত তার নির্দেশে জানিয়েছে, অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবেদনটি ১০​ মে মূল মামলার সঙ্গে তালিকাভুক্ত করা হোক। শুনানির পরবর্তী তারিখ পর্যন্ত আবেদনকারীর বিরুদ্ধে জোরপূর্বক কোনও পদক্ষেপ করা যাবে না বলে স্পষ্ট করে জানিয়েছে হাইকোর্ট।

উল্লেখ্য, এর আগে মোহালি আদালত পুলিশকে বাগ্গাকে গ্রেফতার করে তাদের সামনে এনে হাজির করার নির্দেশ দিয়েছিল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবতেশ ইন্দ্রজিৎ সিং তাঁর নির্দেশে বলেন, ”বিচারের স্বার্থে তদন্তের সুবিধার্থে গ্রেফতারি এড়ানো অভিযুক্ত তাজিন্দর পাল সিং বাগ্গা-এর জন্য জামিন অযোগ্য পরোয়ানা জারি করা প্রয়োজন।”

গত ১ এপ্রিল মোহালিতে বাগ্গার বিরুদ্ধে সোশাল মিডিয়া এবং টুইটারে আপত্তিকর পোস্টের অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এই একই মামলায় শুক্রবার সকালে তাঁকে তাঁর দিল্লির বাড়ি থেকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Hours after warrant bagga gets punjab high court relief no coercive action until may 10