Advertisment

'চোখ রাঙাবেন না'...! মমতাকে বেনজির হুঁশিয়ারি হিমন্তের

Himanta Biswa Sarma on Mamata: মমতার বক্তৃতার ভিডিও শেয়ার করে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন, "দিদি, অসমকে হুমকি দেওয়ার সাহস হল কীভাবে?

author-image
IE Bangla Web Desk
New Update
mamata himanta

মমতাকে বেনজির হুঁশিয়ারি

Himanta Biswa Sarma on Mamata: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল বাংলা। তার মধ্যেই গতকাল মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে বাংলার আগুন জ্বালানোর অভিযোগ এনেছেন। মমতা বলেন, 'আমরা বিচার চাই, আর ওরা ডেড বডি চায়'।

Advertisment

পাশাপাশি গতকালের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "মোদী বাবু, আপনার মনে রাখা উচিত যে আপনার দল বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, আগুন লাগানোর চেষ্টা করছে। আপনার এই প্রচেষ্টা ব্যর্থ হবে কারণ সে আগুন শুধু আমার রাজ্যে সীমাবদ্ধ থাকবে না। তা অসম, উত্তর-পূর্ব, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশাতেও ছড়িয়ে পড়বে।  এমনকি দিল্লিতেও এর প্রভাব পড়বে। আমরা আপনার চেয়ারকে টলিয়ে দেব ।” এরপর মমতার বক্তৃতার সেই ভিডিও শেয়ার করে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন, "দিদি, অসমকে হুমকি দেওয়ার সাহস হল কীভাবে? আমাদের রক্তচক্ষু দেখাবেন না।" তিনি যোগ করেছেন, "আপনার ব্যর্থতার রাজনীতি দিয়ে ভারতকে পোড়ানোর চেষ্টা করবেন না, বিভাজনমূলক ভাষায় কথা বলা আপনার পক্ষে একেবারে উপযুক্ত নয়।"

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবিষয়ে একটি চিঠিও লিখেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন "সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন মমতা"। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, “একজন মুখ্যমন্ত্রীর পক্ষে এমন মন্তব্য করাটা অকল্পনীয় এবং নজিরবিহীন। সাংবিধানিক পদে থেকে তিনি এমন ভয়ঙ্কর বিবৃতি দিয়েছেন যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক”। 

'আন্দোলনরত চিকিৎসকদের হুমকি দিইনি', বিতর্ক বাড়তেই সোচ্চার মমতা

চিঠিতে, বঙ্গ বিজেপি সভাপতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগ তুলেছেন। পাশাপাশি তিনি বলেছেন, এটা সাংবিধানিক পদে অধিষ্ঠিত কারও কণ্ঠস্বর হতে পারে না। এটা দেশবিরোধীর কণ্ঠস্বর,"। অবিলম্বে তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

Himanta Biswa Sarma Chief Minister Mamata
Advertisment