Advertisment

'আন্দোলনরত চিকিৎসকদের হুমকি দিইনি', বিতর্ক বাড়তেই সোচ্চার মমতা

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে তুমুল জলঘোলা হয় রাজ্য রাজনীতিতে। গতকাল আরজি করের আন্দোলনরত চিকিৎসকদের নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee alleged that her comments are being misinterpreted, মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

Mamata Banerjee: বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠে গিয়েছিল। আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের একাংশও বলতে শুরু করেছিলেন তাঁদের যেন মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন। এমনকী বিরোধী দলের বেশ কয়েকজন নেতাও মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন। তবে এদিন নিজের বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা দিলেন খোদ মুখ্যমন্ত্রীই।

Advertisment

এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, "আমি কিছু প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়াতে একটি বিভ্রান্তিমূলক প্রচার দেখছি। গতকাল আমাদের ছাত্রদের প্রোগ্রামে আমি যে বক্তৃতা দিয়েছিলাম তার রেফারেন্স দিয়ে প্রকাশ করা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি (মেডিকেল) ছাত্রদের বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। তাঁদের আন্দোলন অকৃত্রিম। আমি কখনই তাঁদের হুমকি দেইনি, যদিও কয়েকজন আমাকে অভিযুক্ত করছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।"

তিনি আরও লিখেছেন, "আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। আমি তাঁদের বিরুদ্ধে কথা বলেছি কারণ, ভারত সরকারের সমর্থনে তাঁরা আমাদের রাজ্যে গণতন্ত্রের জন্য হুমকির কারণ হচ্ছে। নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কেন্দ্রের সমর্থনে, তারা অনাচার তৈরি করার চেষ্টা করছে এবং আমি তাঁদের বিরুদ্ধে আমার আওয়াজ তুলেছি।" 

মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি আরও স্পষ্ট করছি যে আমি গতকাল আমার বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা শ্রী রামকৃষ্ণ পরমহংসের একটি উদ্ধৃতি। কিংবদন্তি সাধক বলেছিলেন, মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়। অপরাধ ও ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। সেই বিষয়ে আমার বক্তৃতা ছিল মহান রামকৃষ্ণের উক্তির সরাসরি ইঙ্গিত।"

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে একটানা জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছেন। একটানা আন্দোলনের জেরে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত শিকেয় উঠেছে। বুধবার আন্দোলনকারীদের আবারও কাজে ফেরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- আরজি কর ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে 'বিরাট প্ল্যান' BJP-র! ধর্মতলায় ধরনা

সেই সঙ্গে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছিলেন, "আমি কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই না। আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক। আমি যদি কারও বিরুদ্ধে FIR করি তাহলে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। কোথাও আর চান্স পাবে না। পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমরা সেটা চাই না।"

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরেই গতকাল বিতর্কের ঝড় উঠে যায়। আরজি করে আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হুঁশিয়ারি দিয়েছেন। বিরোধী দলের একাধিক নেতাও মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সুর চড়িয়েছিলেন। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্তব্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।

RG Kar Medical College Bengal BJP CM Mamata banerjee bjp
Advertisment