পাকিস্তানের সেনাপ্রধানকে আলিঙ্গনের নিয়ে বিজেপি-র আক্রমণের জবাব দিলেন পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু। তিনি বলেছেন, এ শুধু জড়িয়ে ধরাই ছিল, রাফালে চুক্তি ছিল না।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের দল কংগ্রেস রাফালে যুদ্ধ বিমান চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর আক্রমণ শুরু করেছে। তাদের অভিযোগ এই চুক্তিতে বহু কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে।
গতকালই সাংবাদিকদের সামনে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, সিধুর আলিঙ্গন এ দেশের সেনাবাহিনীর মনোবলে আঘাত করেছে। এদিন সে প্রসঙ্গে একদল সাংবাদিকদের সিধু বলেন, ‘‘আপনারা আবার এই নিয়ে শুরু করেছেন। সিধু এখন এত গুরুত্বপূর্ণ লোক হয়ে গেছে যে তাকে নিয়ে প্রতিরক্ষামন্ত্রী বিবৃতি দেন... এ শুধু জড়িয়ে ধরা ছিল... কোনও ষড়যন্ত্র নয়, ‘আলিঙ্গন’ মানে রাফালে চুক্তি নয়, ‘আলিঙ্গন’ গুরশিখদের ওপর গুলি চালানোও নয়।’’
আরও পড়ুন, রাফালে চুক্তিতে হ্যাল বাদ পড়েছিল কংগ্রেস আমলে: প্রতিরক্ষামন্ত্রী
সিধু বলেছেন, ‘‘আপনি শিখদের ভাবাবেগ নিয়ে কথা বলছেন না এবং এক সেকেন্ডের জড়িয়ে ধরাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন। এটা কি ষড়যন্ত্র?’’
মঙ্গলবার নির্মলা সীতারমণ বলেন পাক সেনাপ্রধানকে সিধুর আলিঙ্গন সেনাবাহিনীর মনের উপর ছাপ ফেলেছে, একইসঙ্গে তিনি বলেন, সিধু এ কাজ না করলেই পারতেন। গত মাসে পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী তথা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইমরান খান। সেখানে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদকে আলিঙ্গন করেছিলেন তিনি। সে নিয়ে বিতর্কের ঝড় উঠেছে এ দেশে।
সিধুর প্রশ্ন, ভারত-পাক ক্রিকেট ম্যাচ হলে দু দেশের খেলোয়াড়রা করমর্দন করবেন কি না? ‘‘ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হলে সেখানে করমর্দন করা হয় না? যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী, যিনি একজন চমৎকার মানুষ এবং প্রচুর ক্রিকেট ম্যাচ খেলেছেন, তিনি যদি ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেন, কিংবা বিরাট কোহলিকে আলিঙ্গন করেন, তাহলে কি তাঁকে প্রত্যাখ্যান করা হবে?’’
সিধু আগে জানিয়েছিলেন যে বাজওয়া যখন শিখ পুণ্যার্থীদের জন্য কর্তারপুর সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে পাক সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন, তখনই আবেগের বশবর্তী হয়ে বাজওয়াকে আলিঙ্গন করেছিলেন তিনি।
পাঞ্জাবে বিজেপি-র সহযোগী শিরোমণি অকালি দলকে এ প্রসঙ্গে এক হাত নেন সিধু। তাঁর অভিযোগ, কর্তারপুর সাহিব গুরদোয়ারা ইস্যুতে সমস্যা তৈরি করছে শিরোমণি অকালি দল, যা নিয়ে তিনি হতাশ। নাম না করে তিনি বলেন, ‘‘ভালো কাজের সঙ্গী হওয়া উচিত। আপনারা কেন সমস্যা তৈরি করছেন?’’