হায়দরাবাদের নাম বদলাতে চান? তাহলে বিজেপি-কে ভোট দিন। বিজেপি ক্ষমতায় এলেই সেখানকার নাম হয়ে যাবে ভাগ্যনগর। এ প্রতিশ্রুতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গোশামাল বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী টি রাজা সিং লোধ-এর সমর্থনে এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে আদিত্যনাথ বলেছেন, তিনি সিংয়ের সমর্থনে বিশেষভাবে প্রচারে এসেছেন, কারণ ওই প্রার্থী হায়দরাবাদের নাম পরিবর্তনের জন্য প্রচুর কাজ করছেন।
আরও পড়ুন, বুলন্দশহর হিংসা: তদন্তের জন্য সিট গঠিত, গ্রেফতার ২
আদিত্যনাথ বলেন, ‘‘স্বচ্ছ প্রশাসন এবং উন্নয়নের ধারণাকে সামনে রেখে ভারতকে রামরাজ্যে পরিণত করার ব্যাপারে বিজেপি দায়বদ্ধ, এবং এ কাজে তেলেঙ্গানারও ভূমিকা রয়েছে।’’
গত মাসেই উত্তরপ্রদেশে যোগী সরকার ফৈজাবাদকে অযোধ্যা এবং এলাহাবাদকে প্রয়াগরাজ হিসেবে নামকরণ করেছে।
ফাইল ফোটো
রাজা সিং এর আগে একাধিকবার বলেছেন বিজেপির লক্ষ্য হায়দরাবাদের নাম বদল করা। শুধু হায়দরাবাদই অবশ্য নয়, রাজ্যের অন্যান্য শহরের নাম বদলানোর পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন তিনি।
তেলেঙ্গানার স্বাধীনতা দিবস উদযাপন না করার জন্য কংগ্রেস এবং টিআরএস-কে একহাত নিয়ে যোগী বলেছেন, ‘‘মুসলিম ভোটব্যাঙ্ক হাতছাড়া হওয়ার ভয় পেয়েছে ওরা।’’
এদিকে, কংগ্রেস নেতা কপিল সিব্বল ক্ষোভ উগরে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে। আখলাক গণপিটুনির ঘটনার তদন্তকারী পুলিশ অফিসারের মৃত্যুর পরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য ছেড়ে তেলেঙ্গানায় গিয়ে বিষ ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন সিব্বল।