Advertisment

২০১৯-এ ভোটে লড়তে চাই না, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল: সুষমা স্বরাজ

নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যে দলই নেবে, তা স্পষ্ট করে দিয়েছেন মোদী মন্ত্রিসভার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২০১৪ সালে মধ্যপ্রদেশের বিদিশি কেন্দ্র থেকে প্রায় ৪ লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন সুষমা স্বরাজ।

২০১৯ সালে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানালেন বিদেশমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। তবে, নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যে দলই নেবে, তা স্পষ্ট করে দিয়েছেন মোদী মন্ত্রিসভার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। সাত বারের সাংসদ সুষমা স্বরাজ শেষবার অর্থাৎ ২০১৪ সালে মধ্যপ্রদেশের বিদিশি কেন্দ্র থেকে প্রায় ৪ লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন।

Advertisment

সুষমা স্বরাজকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, "অবশ্যই এই সিদ্ধান্ত দলই নেবে। তবে আমি আগামী দিনে ভোটে লড়ব না বলে মনস্থ করেছি"। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সে রাজ্যে সাংবাদিকদের সামনে মঙ্গলবার একথা বলেন সুষমা।

আরও পড়ুন- বিজেপি বিধায়ককে জুতোর মালা- দেখুন ভিডিও

ইন্দিরা গান্ধীর পর সুষমা স্বরাজই একমাত্র মহিলা যিনি ভারতের বিদেশমন্ত্রীর পদের দায়িত্ব পেয়েছেন। মাত্র ২৫ বছর বয়সে হরিয়ানা সরকারের ক্যাবিনেট মন্ত্রী হয়ে সংসদীয় রাজনীতির ইনিংস শুরু করেছিলেন সুষমা। ১৯৯৮ সলে খুম কম সময়ের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতেও বসেছিলেন সুষমা স্বরাজ। পঞ্চদশ লোকসভায় ইউপিএ সরকারের আমলে বিরোধী নেত্রীর দায়িত্ব পালন করেছেন বিজেপির এই দক্ষ নেত্রী।

Read the full story in English

Sushma Swaraj
Advertisment