PM Modi visit RSS headquarters: এক দশকের বেশি সময় পর সংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী, মোদী-ভাগবত হাইভোল্টেজ বৈঠকে নজর দেশের

PM to visit RSS HQ in Nagpur today: প্রায় একদশকের বেশি সময় পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আরএসএস সদর দপ্তর পরিদর্শন করবেন। সংঘ প্রধান ভাগবতের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। কেন মোদীর এই সফর এত গুরুত্বপূর্ণ?

PM to visit RSS HQ in Nagpur today: প্রায় একদশকের বেশি সময় পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আরএসএস সদর দপ্তর পরিদর্শন করবেন। সংঘ প্রধান ভাগবতের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। কেন মোদীর এই সফর এত গুরুত্বপূর্ণ?

author-image
IE Bangla Web Desk
New Update
 PM Modi will visit RSS headquarters for first time as Prime Minister

এক দশকের বেশি সময় পর সংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী, মোদী-ভাগবত হাইভোল্টেজ বৈঠকে নজর দেশের

PM to visit RSS HQ in Nagpur today:  প্রায় একদশকের বেশি সময় পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আরএসএস সদর দপ্তর পরিদর্শন করবেন।  সংঘ প্রধান ভাগবতের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। কেন মোদীর এই সফর এত গুরুত্বপূর্ণ?

Advertisment

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আরএসএস সদর দপ্তরে যাবেন মোদী। আরএসএসের প্রথম দুই সরসঙ্ঘচালক হেডগেওয়ার (প্রতিষ্ঠাতা) এবং গোলওয়ালকরকে শ্রদ্ধা জানাবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে সাংবিধানিক পদে অধিষ্ঠিত থাকাকালীন নরেন্দ্র মোদী এই প্রথমবারের মতো সংঘের সদর দপ্তর পরিদর্শনে যাচ্ছেন। সংঘ বলছে যে এর আগে, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন সংঘের সদর দপ্তর পরিদর্শন করেছিলেন।

নাগপুর সফরে প্রধানমন্ত্রী আরএসএস প্রধানের ভাগবতের সঙ্গে এক বৈঠক করবেন। বৈঠকে  উভয়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। উল্লেখ্য, এর আগে, প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সংঘ প্রধানের সাথে জনসমক্ষে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংঘ প্রধান এবং প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর, এপ্রিলের প্রথম সপ্তাহে বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। জল্পনা এই পদের জন্য কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং প্রহ্লাদ যোশীর নাম আলোচনায় রয়েছে।

Advertisment

ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান! মৃত দেড় হাজার পার, মায়ানামারে ভারতের ‘অপারেশন ব্রহ্ম’

১২ বছর পর আরএসএস সদর দপ্তর পরিদর্শনে যাচ্ছেন মোদী। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আরএসএস সদর দপ্তরে যাবেন নরেন্দ্র মোদী। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন সংঘের সদর দপ্তর পরিদর্শন করেছিলেন। চলতি বছরই আরএসএস তাদের শতবর্ষ উদযাপন করতে চলেছে। এই সময়ে, প্রধানমন্ত্রী মোদীর ডক্টর হেডগেওয়ার স্মৃতি মন্দির পরিদর্শন সমগ্র দেশে আলোচনার বিষয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অর্থাৎ ৩০শে মার্চ মহারাষ্ট্রের নাগপুর সফরে যাচ্ছেন, যেখানে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রতিষ্ঠাতা ডঃ কেবি হেডগেওয়ারের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করবেন এবং দীক্ষাভূমিতে ডঃ ভীমরাও আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী মোদী আজ আরএসএস প্রধান মোহন ভাগবতের সাথেও দেখা করবেন। এই অনুষ্ঠানের সময়, প্রধানমন্ত্রী মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তাঁর সঙ্গে থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ ও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী তথা নাগপুরের সাংসদ নীতিন গডকড়ি।

প্রধানমন্ত্রী মোদী এমন এক সময়ে আরএসএস সদর দফতরে যাচ্ছেন, যখন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রায় চূড়ান্ত হওয়ার মুখে। অনুমান প্রধানমন্ত্রী এই ব্যাপারে আজই সংঘ প্রধানের স্পঙ্গে চূড়ান্ত আলোচনা সেরে নিতে পারেন।

RSS modi