Champions Trophy 2025: টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়, রোহিতকে খোঁচা দেওয়ায় কংগ্রেস নেত্রী শামাকে 'ধুইয়ে' দিল বিজেপি

Champions Trophy 2025: গতকাল টিম ইন্ডিয়ার 'বিরাট' জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানিয়ে তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, "অসাধারণ একটি ম্যাচ এবং দুর্দান্ত জয়!'

author-image
IE Bangla Web Desk
New Update
Champions Trophy 2025: টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়, রোহিতকে খোঁচা দেওয়ায় কংগ্রেস নেত্রী শামাকে 'ধুইয়ে' দিল বিজেপি

টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়, রোহিতকে খোঁচা দেওয়ায় কংগ্রেস নেত্রী শামাকে 'ধুইয়ে' দিল বিজেপি

Champions Trophy 2025: টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়! রোহিত শর্মার ঝলসানো ইনিংস, কংগ্রেস নেত্রী শামা মহম্মদকে চূড়ান্ত কটাক্ষ বিজেপির। গতকাল টিম ইন্ডিয়ার 'বিরাট' জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানিয়ে তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, "অসাধারণ একটি ম্যাচ এবং দুর্দান্ত জয়!' আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতের জয়ে আজ গোটা দেশ টিম ইন্ডিয়ার জন্য গর্বিত। গোটা টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছে। অসাধারণ পারফরম্যান্সের আমার তরফে অনেক অনেক অভিনন্দন"।

Advertisment

খুশির জয়ে সেলিব্রেশনে মাতোয়ারা শহর! ধেয়ে এল পাথর, অগ্নিসংযোগে ধুন্ধুমার, চূড়ান্ত চাঞ্চল্য

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়ে এবার কংগ্রেস নেত্রী শামা মহম্মদকে চূড়ান্ত কটাক্ষ বিজেপি। শামা মহম্মদের একটি পোস্ট গত সপ্তাহে তোলপাড় ফেলেছিল। তিনি  তার সোশ্যাল মিডিয়া পোস্টে রোহিত শর্মাকে 'মোটা' বলে কটাক্ষ করেছিলেন। তিনি আরও বলেন, একজন ক্রিকেটার হিসাবে রোহিতের ওজন কমানো দরকার। এই মন্তব্যের পর দেশজুড়েহট্টগোল শুরু হয়। এখন যখন রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া 'চ্যাম্পিয়ন' হয়েছে তখনই বিজেপির নিশানায় কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। বিজেপি খুবই মজার ভঙ্গিতে কংগ্রেস নেত্রীকে কটাক্ষ করেছে।  

Advertisment

বিজেপির আরও একটি পোস্টে  শামা মহম্মদের সেই মন্তব্যও তুলে ধরা হয়েছে যেখানে তিনি রোহিত শর্মা সম্পর্কে সেই মন্তব্য করেছিলেন। এই পোস্টে লেখা আছে যে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। যার ফলে 'শামা মহম্মদ এবং কংগ্রেস উভয়ই হতাশ'।

রবিবার  তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে আনে। ফাইনাল ম্যাচে, রোহিত শর্মার দুর্দান্ত অধিনায়কত্বেই মুগ্ধ দেশবাসী। পাশাপাশি ব্যাট হাতে দাপুটে ইনিংস খেলে টিম ইন্ডিয়ার জয় ছিনিয়ে আনতে সাহায্য করে। ফাইনাল ম্যাচের 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হিসেবেও তাকে নির্বাচিত করা হয়েছিল। এই ম্যাচে, নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে, জবাবে, টিম ইন্ডিয়া ৪৯তম ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে।

Champions Trophy