Advertisment

Rahul Gandhi On UP Sambhal: ভয়াবহ হিংসা, মৃত্যু...! সরাসরি বিজেপিকে দুষে গর্জে উঠলেন রাহুল

Rahul Gandhi On UP Sambhal: সম্ভলে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধের ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। এদিকে গোটা ঘটনায় কেন্দ্রকে একহাত নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

author-image
IE Bangla Web Desk
New Update
Uttar Pradesh's Sambhal

ভয়াবহ হিংসা, মৃত্যু...! সরাসরি বিজেপিকে দুষে গর্জে উঠলেন রাহুল

Rahul Gandhi On UP Sambhal: মসজিদ সমীক্ষায় ভয়াবহ হিংসা সম্ভলে। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধের ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। এদিকে গোটা ঘটনায় কেন্দ্রকে একহাত নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়ার অভিযোগে গর্জে উঠলেন তিনি।  মোদী সরকারকে নিশানা করে রাহুল বলেছেন, 'অসংবেদনশীল পদক্ষেপ পরিবেশ নষ্ট করেছে, গোটা ঘটনায় বিজেপি দায়ী'।

Advertisment

আদানি, মণিপুর ইস্যুতে সরকারকে প্যাঁচে ফেলতে আসরে 'ইন্ডিয়া' জোট, অধিবেশনের প্রথম দিনেই উত্তাল হবে সংসদ?

সম্ভল হিংসা নিয়ে কেন্দ্রের নেওয়া পদক্ষেপে ক্ষুব্ধ কংগ্রেস সাংসদ  রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের সম্ভল জেলায় হিংসার ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০। গোটা ঘটনার দায়ভার কেন্দ্রের মোদী সরকারের উপর চাপিয়ে গর্জে উঠলেন রাহুল গান্ধী। রবিবার (২৪ নভেম্বর) মসজিদে সমীক্ষা চালানোকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটে। তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রবিবার সম্ভলের  জামে মসজিদে আদালতের নির্দেশে পরিচালিত সমীক্ষার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে এই  সময় গুলি ও পাথর নিক্ষেপের ঘটনায় তিনজন নিহত এবং মোট ২০ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক বিতর্ককে কেন্দ্র করে  রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটারে লিখেছেন যে উত্তরপ্রদেশ সম্ভলের সাম্প্রতিক  হিংসার ঘটনায় রাজ্য সরকারের পক্ষপাতিত্ব এবং তাড়াহুড়ো মনোভাব খুবই দুর্ভাগ্যজনক। যারা হিংসার ঘটনায় প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা।

'কমফোর্ট জোন' ছাড়তে হবে শেখ হাসিনাকে?একই মঞ্চে ইউনূস-খালেদা জিয়া, তুঙ্গে জল্পনা

রাহুল গান্ধী টুইটে আরও লিখেছেন, "যে সমস্ত পক্ষের কথা না শুনে প্রশাসনের গৃহীত পদক্ষেপ এবং সংবেদনশীলভাবে পরিবেশকে আরও খারাপ করে তুলেছে। মৃত্যুর ঘটনায়  বিজেপি সরকার সরাসরি দায়ী। বিজেপির ক্ষমতার ব্যবহার করে হিন্দু-মুসলিম সমাজের মধ্যে ফাটল ও বৈষম্য সৃষ্টি করছে । তারা রাষ্ট্র বা দেশের স্বার্থে কাজ করে না। আমি সর্বোচ্চ আদালতকে এই বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব হস্তক্ষেপ এবং ন্যায়বিচার করার জন্য অনুরোধ করছি। আমার আবেদন শান্তি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা"।

হিংসার ঘটনার জেরে সম্ভল জেলায় ৩০ নভেম্বর পর্যন্ত  বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন পাশাপাশি বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। সোমবার পর্যন্ত জেলায় একাধিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।   

Rahul Uttarpradesh
Advertisment