করোনা ভ্য়াকসিনকে ঘিরেও রাজনৈতিক তরজা শুরু হয়ে গেল। নতুন বছরের শুরুতেই ভারতে জরুরি ভিত্তিতে ছাড়পত্র পেয়েছে অক্সফোর্ডের টিকা। শুরু হয়েছে টিকার ড্রাই রান। এই প্রেক্ষিতে, করোনা টিকাকে ‘বিজেপির ভ্য়াকসিন’ বলে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব। মুলায়ম-পুত্রকে পাল্টা বিঁধে বিজেপির জবাব, ডাক্তার-নার্সদের অপমান করেছেন অখিলেশ।
বিজেপিকে নিশানা করে সপা নেতা বলেন, ভ্য়াকসিনের উপর কীভাবে ভরসা রাখব...বিজেপির ভ্য়াকসিন দিয়ে আমরা টিকা নেব না। একইসঙ্গে অখিলেশ বলেন, ২০২২ সালের নির্বাচনে তাঁর দলই ক্ষমতায় আসবে এবং সকলকে বিনামূল্য়ে ভ্য়াকসিন দেওয়া হবে।
আরও পড়ুন: মিষ্টিমুখ করিয়ে দলে নেওয়ার পরই শাহিনবাগের বন্দুকবাজকে তাড়ালো বিজেপি
ভ্য়াকসিন নিয়ে অখিলেশের মন্তব্য়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের উপমুখ্য়মন্ত্রী তথা বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য বলেছেন, ‘‘ভ্য়াকসিনের উপর আস্থা নেই অখিলেশ যাদবের। ওঁর উপর উত্তরপ্রদেশের মানুষেরও আস্থা নেই। ভ্য়াকসিন নিয়ে ওঁর মন্তব্য় দেশের ডাক্তার-বিজ্ঞানীদের জন্য় অপমান। ওঁর ক্ষমা চাওয়া উচিত’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন