গত মঙ্গলবার রাতে ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। যদিও তাদের দিকে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। উল্টে ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলরকে নিশানা করে বিজেপি কর্মীরা বোমা মারে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে। পার্টি অফিস দখল ঘিরে গন্ডগোলের সূত্রপাত। ভাটপাড়ার বিজেপি কাউন্সিলরের দাবি, 'জগদ্দলে তৃণমূল দুষ্কৃতীরা পার্টি অফিস দখল করছে এই খবর আসতেই সেখানে যান বিধায়ক পবন সিং। সেখানে তাঁর গাড়ি দেখেই উত্তেজনা বাড়তে থাকে। এরপরই বিধায়কের গাড়ি লক্ষ্য করেই দু'টি বোমা ছোড়া হয়। কোনও মতে ওই এলাকা ছেড়ে প্রাণে বাঁচেন বিধায়ক। এই ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।'
উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের তরফে বিজেপির অভিযোগের কথা স্বীকার করা হয়েছে। এক পুলিশ আধিকারিকের কথায়, 'থানায় অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত হবে।'
আরও পড়ুন: বিজেপির ‘পাশে দাঁড়ালেন’ অধীর চৌধুরী, পদ্ম অফিস ভাঙচুর নিয়ে তুলকালাম মুর্শিদাবাদ
ঘটনা ঘিরে চাপা উত্তেজনা রয়েছে জগদ্দলে। বিজেপির অভিযোগ উড়িয়ে পদ্ম বাহিনীর বিরুদ্ধেই বোমাবাজির অভিযোগ করছে রাজ্যের শাসক দল তৃণমূল। ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর মনোজ গুহ বলেন, 'যে পার্টি অফিস ঘিরে অশান্তি তা আসলে তৃণমূলেরই। গত ২৩ মে ওই পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তার দখল নিয়েছিল বিজেপি। ওই দিন সেই পার্টি অফিসেরই দখল নিতে গিয়েছিলাম আমরা। সেই সময়ই আমাকে লক্ষ্য করে মারা হয়।' জোড়া-ফুল শিবিরের দাবি, এই এলাকায় এহেন সন্ত্রাস নতুন নয়। ভাটপাড়া পুরসভা বিজেপি হাতে যাওয়ার পর থেকেই জগদ্দল, কাঁকিনাড়া, ভাটপাড়া, শ্যানগরে বিজেপি ভয়ের বাতাবরণ কায়েম করার চেষ্টা করছে।
লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রটির দখল নেয় বিজেপি। পদ্ম টিকিটে জয় পান তৃণমূল ত্যাগী ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। ভাটপাড়া পুরসভার রংও হয় গেরুয়া। এরপর থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে প্রায়ই উত্তজনা ছড়িয়ে পড়তে দেখা যায় উত্তর ২৪ পরগনার জগদ্দল, কাঁকিনাড়া, ভাটপাড়া, শ্যানগরে সহ বিস্তৃর্ণ এলাকায়। অবশ্য, সম্প্রতি ভাটপাড়া পুরসভার দখল নিয়েছে ঘাস-ফুল শিবির।
Read the full story In English